ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে আঞ্চলিক সড়ক বেহাল

প্রকাশিত: ০৬:১৮, ১৪ জুলাই ২০১৫

বরিশালে আঞ্চলিক সড়ক বেহাল

স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, গৌরনদী, আগৈলঝাড়া, উজিরপুর, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার অসংখ্য আঞ্চলিক সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে থাকলেও দেখার কেউ নেই। প্রতিদিন এসব সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে শত শত যানবাহন ও হাজার হাজার জনসাধারণ চলাচল করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। এরমধ্যে অধিকাংশ সড়ক সংস্কারের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও স্থানীয় জনপ্রতিনিধিদের দাবিকৃত কমিশনের মোটা অঙ্কের টাকার জন্য ঠিকাদাররা কাজ শুরু করতে পারছেন না বলেও অভিযোগ রয়েছে। সরেজমিন গৌরনদী পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ দেড় কিলোমিটারের এলজিইডির হ্যালিপ্যাড সড়ক ঘুরে দেখা গেছে, গত দু’বছর ধরে সড়কে যানবাহন তো দূরের কথা, জনসাধারণের চলাচলের জন্য পুরো সড়টি সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে রয়েছে। গত এক বছর আগে সড়কটি সংস্কারের জন্য দরপত্র আহ্বানের পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করা হলেও রহস্যজনক কারণে অদ্যাবধি সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ফলে সড়কের আওতাধীন দশটি গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে প্রতিদিন ঝুঁকিপূর্ণ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। এছাড়াও পৌর এলাকার গেরাকুল মিঞাবাড়ি থেকে বেপারীবাড়ি পর্যন্ত আধাকিলো-মিটারের কাঁচা রাস্তাটি সাম্প্রতিককালের প্রবল বর্ষণে ধসে পড়ায় ওই রাস্তা দিয়ে যাতায়াত করা দুটি স্কুলের শিক্ষার্থী, একটি হাসপাতালের রোগী ও স্থানীয় জামে মসজিদের মুসল্লিদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে উপজেলার অধিকাংশ আঞ্চলিক সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার কেউ নেই। অপরদিকে এলজিইডির তত্ত্বাবধানে আগৈলঝাড়া উপজেলার সেরাল-গৈলা সড়ক নির্মাণকাজের ঠিকাদারের খামখেয়ালিপনায় সড়কের মাটি খুঁড়ে ফেলে রাখায় বর্ষা মৌসুমে পানি ও কাদায় একাকার হয়ে প্রতিদিন হাজার হাজার জনসাধারণকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
×