ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সান্তাহারে ক্লিনিকে মৃত্যু ॥ ২ লাখ টাকায় আপোস

প্রকাশিত: ০৫:১৮, ১৩ জুলাই ২০১৫

সান্তাহারে ক্লিনিকে মৃত্যু ॥ ২ লাখ টাকায় আপোস

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ১২ জুলাই ॥ বগুড়ার সান্তাহারে ফেমাস নামের ক্লিনিকে এক রোগীর দেহে দুদিনে দুই রকম অস্ত্রোপচারের ফলে ওই রোগীর মৃত্যুর ঘটনাটি দুই লাখ টাকায় আপোষরফা করা হয়েছে বলে ক্লিনিকের এক সূত্রে জানা গেছে। এর পূর্বেও ওই ক্লিনিকে একাধিকবার রোগী মৃত্যুর ঘটনা মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপোষরফা করার ঘটনা রয়েছে বলে সূত্রে জানা গেছে। জানা গেছে, সান্তাহার শহরের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে আবুল শাহ্’র দুগ্ধ খামারের কর্মচারী বাচ্চু মিয়া (৪৫) বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় শহরের ফেমাস ক্লিনিকে ভর্তি হয়। ক্লিনিকে রোগীর হার্নিয়ার অস্ত্রোপচার করা হয়। এতে রোগী আরও যন্ত্রণাকাতর হয়ে পড়ে। এ অবস্থায় রোগীর স্বজনরা রোগীকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানোর কথা বললেও ক্লিনিক কর্তৃপক্ষ রোগীকে স্থানান্তর না করে রোগীর নাড়ি ফুটো হয়েছে দাবি করে শনিবার ফের অস্ত্রোপচার করে। এর কিছু পর রোগীর মৃত্যু হয়। এ ব্যাপারে ক্লিনিকের তত্ত্বাবধায়ক পল্লী চিকিৎসক মাজেদুর রহমান দুলাল সাংবাদিকদের কাছে রোগীর স্বজনদের সঙ্গে আপোষরফা এবং দুই বার অস্ত্রোপচারের সত্যতা নিশ্চিত করে বলেন, ভুল চিকিৎসায় নয়; অস্ত্রোপচারের ধকল সহ্য করতে না পেরে কিডনি ফেল করে মারা যান। এদিকে রহস্যময় কারণে লাশের ময়নাতদন্ত না করেই দাফন করা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোসলেম উদ্দিন বলেন রোগীর স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা যায়নি।
×