ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ডায়মন্ড লীগে গ্যাটলিন চমক

প্রকাশিত: ০৫:১৪, ১৩ জুলাই ২০১৫

ডায়মন্ড লীগে গ্যাটলিন চমক

স্পোর্টস রিপোর্টার ॥ জাস্টিন গ্যাটলিনই স্বর্ণপদক জিতলেন। বৃহস্পতিবার ডায়মন্ড লীগ মিটের ১০০ মিটারে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন তিনি। এদিন ৯.৭৫ সেকেন্ড টাইমিংয়ে ফিনিশিং লাইন স্পর্শ করে স্বর্ণপদক জেতেন আমেরিকান এই স্প্রিন্টার। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জাস্টিন গ্যাটলিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন জ্যামাইকার আসাফা পাওয়েল এবং তারই স্বদেশী তারকা টাইসন গে। কিন্তু শেষ পর্যন্ত প্রতিপক্ষরা পাত্তাই পাননি গ্যাটলিনের কাছে। সেই সঙ্গে ২০১৩ সাল থেকে টানা ২৬টি প্রতিযোগিতায় অপরাজিত থাকার রেকর্ড গড়লেন জাস্টিন গ্যাটলিন। আমেরিকান তারকা গ্যাটলিনের পরের স্থানটি দখল করেন আসাফা পাওয়েল। এদিন ৯.৯২ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে দ্বিতীয় হয়েছেন জ্যামাইকার এই দৌড়বিদ। আর তিনে থেকে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আমেরিকার টাইসন গেকে। এই জয়ের ফলে রোমাঞ্চিত গ্যাটলিন। এ বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার ২৬তম জয়! আমি তা মোটেও গুনে রাখছি না। তবে এটা যে অসামান্য এক কাজ তা অস্বীকার করার কোন উপায় নেই। আমি মনে করি, পারফর্মেন্সের এই ধারাবাহিকতা পরের টুর্নামেন্টগুলোতেও ধরে রাখতে পারব।’ চোটের কারণে এই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি জ্যামাইকার জীবন্ত কিংবদন্তি উসাইন বোল্ট। তবে আগামী মাসে শুরু হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ঠিকই অংশ নেবেন পৃথিবীর দ্রততম স্প্রিন্টার বোল্ট। আর গ্যাটলিনও মনে করেন, দ্রুতই সুস্থ হয়ে ফিরবে জ্যামাইকান তারকা। প্রত্যাশা, ফাইনালের লড়াইয়ে দেখা হবে তাদের। এ বিষয়ে ডায়মন্ড লীগের মিটে জয় পাওয়া গ্যাটলিন বলেন, ‘প্রথমত, উসাইন বোল্ট অসাধারণ মাপের খেলোয়াড়। দ্বিতীয়ত আমি মনে করি না যে, কোন প্রতিপক্ষকে নিয়ে তার কোন ধরনের ভয় থাকবে।’ এরপর বোল্টের সুস্থতা কামনা করে আমেরিকান তারকা বলেন, ‘আশা করি, খুব দ্রুতই বোল্ট সুস্থ হয়ে উঠবে এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের সেরা ফর্ম নিয়ে ট্র্যাকে নামবে। আর আমিও আশা করি, তার সঙ্গে ফাইনালেই আমার দেখা হবে।’ টুর্নামেন্টে আগে থেকেই ফেবারিট ছিলেন গ্যাটলিন। তার সঙ্গে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়েছিলেন আসাফা পাওয়েল এবং টাইসন গে। আর প্রতিযোগিতায় এই তিনজনই নজর কেড়েছেন। তবে মজার বিষয় হলো, এ্যাথলেটিকস দুনিয়ার এই তিন তারকার সবাই তাদের ক্যারিয়ারে ডোপিংয়ের জন্য নিষিদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রের তারকা স্প্রিন্টার জাস্টিন গ্যাটলিন দু’বার নিষেধাজ্ঞা কাটিয়ে ট্র্যাকে ফেরেন। আর তার স্বদেশী গেকে এক বছরের নিষেধাজ্ঞা কাটাতে হয়। অন্যদিকে জ্যামাইকার স্প্রিন্টার পাওয়েল ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন। বেজিংয়ে আগস্টে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে তাদের সঙ্গে সেরা আকর্ষণ হিসেবে থাকবেন বোল্ট।
×