ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তুর্কমেনিস্তান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

চার দেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান মোদির

প্রকাশিত: ০৫:০৪, ১৩ জুলাই ২০১৫

চার দেশীয় গ্যাস পাইপলাইন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান মোদির

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট গুবরানগুলি বারদিমুখামেদভের সঙ্গে বৈঠকে এক হাজার কোটি ডলারের তাপি (তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তান-ভারত) গ্যাস পাইপলাইন প্রজেক্ট দ্রুত রূপায়নের আহ্বান জানিয়েছেন। দেশ দুটি প্রতিরক্ষা ও পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে সাতটি চুক্তি স্বাক্ষর করেছে। খবর ডনের। তিন দিনের রাশিয়া সফর শেষে শুক্রবার সন্ধ্যায় তুর্কমেনিস্তান পৌঁছান মোদি। সেখানে তিনি মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি উন্মোচন করেন এবং একটি যোগ শিক্ষাকেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে যোগের উপকারিতা নিয়েও বক্তব্য রাখেন। তুর্কমেনিস্তান থেকে ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এ প্রকল্পটি বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্যক্ষেত্রে সহযোগিতা আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেন মোদি। বিশ্বের মোট প্রাকৃতিক গ্যাসের এক-চতুর্থাংশ রয়েছে তুর্কমেনিস্তানে। তাই সে দেশ থেকে পাকিস্তান ও ভারতে গ্যাস আনার জন্য আফগানিস্তানের মধ্য দিয়ে পাইপলাইন তৈরির উদ্যোগ নিয়েছে চার দেশ। প্রেসিডেন্ট বারদিমুখামেদভ এ প্রসঙ্গে মোদিকে জানান, প্রকল্পটি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শীঘ্রই শুরু হবে বাস্তবায়নের কাজ। এর ফলে আফগানিস্তানে নতুন করে ১২ হাজার লোকের চাকরির সুযোগ হতে পারে। তাপি গ্যাস প্রজেক্টে তুর্কমেনিস্তান থেকে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে প্রতিবছর ৩২০ কোটি ঘনফুট প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য এক হাজার ৮০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের নক্সা করা হয়েছে। আশা করা হচ্ছে ২০১৮ সালের মধ্যে এই গ্যাস পাইপলাইন চালু হবে এবং দেশটির গ্যালকিনিশ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস সরবরাহ করবে। এই গ্যাসক্ষেত্রে ১৬ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। মোদি বলেছেন, বিশ্বের চরম দুটি সমস্যার মধ্যে একটি সন্ত্রাস ও আর একটি বিশ্ব উষ্ণায়ন।
×