ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশ্ববাজারে খাদ্য পণ্যের দাম টানা কমছে

প্রকাশিত: ০৫:০২, ১৩ জুলাই ২০১৫

বিশ্ববাজারে খাদ্য পণ্যের  দাম টানা কমছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে খাদ্যের দাম টানা কমছে। গত বছরের এপ্রিল মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত টানা কমেছে। এ মাসে দুগ্ধজাত খাবার ও চিনির দাম সবচেয়ে বেশি কমেছে। জাতিসংঘের অঙ্গ-সংগঠন বিশ্ব খাদ্য সংস্থা (ফাও) তাদের মাসিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্বের বিভিন্ন বাজারে খাদ্যদ্রব্যের দাম তুলনামূলকভাবে বিশ্লেষণ করে প্রতি এক মাস অন্তর অন্তর প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। বিশ্ব খাদ্য সংস্থার প্রকাশিত সূচকে দেখা যায়, আলোচিত মাসে খাদ্যশস্য, তেলবীজ, দুগ্ধজাত খাবার, মাংস এবং চিনির দাম গড়ে অবস্থান করছে ১৫৬.১ পয়েন্টে। মে থেকে তা কমেছে ১.৫ পয়েন্ট (০.৯ শতাংশ)। এছাড়া ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের জুনেই ছিল সর্বনিম্ন সূচক। বিশ্বব্যাপী উৎপাদন ও সরবরাহ বেশি, সস্তা অশোধিত তেল, শক্তিশালী মার্কিন ডলার ইত্যাদি কারণে খাদ্যের দাম কমেছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ, ইউভুক্ত দেশ ও ভারতে এসব খাদ্যদ্রব্যের উৎপাদন ও মজুত ভাল থাকায় বিশ্বে খাদ্য মজুতের পূর্বাভাসও বেড়েছে।
×