ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

২১ কোম্পানির ব্লক মার্কেটে লেনদেন

প্রকাশিত: ০৬:৪০, ১২ জুলাই ২০১৫

২১ কোম্পানির ব্লক  মার্কেটে লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২১ কোম্পানির ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৩২ লাখ ৮ হাজার ১৫টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ছিল ১৮০ কোটি ২০ লাখ টাকা। কোম্পানিগুলো হচ্ছে- ডাচ্-বাংলা ব্যাংক, ফার কেমিক্যাল, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, হাইডেলবার্গ সিমেন্ট, বে-লিজিং এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, বিএসআরএম স্টিল, ডেল্টা ব্র্যাক হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ফুটওয়্যার, প্রাইম ইন্স্যুরেন্স, ইউসিবিএল, এএফসি অ্যাগ্রো, ইফাদ অটোস, প্রাইম ব্যাংক, স্কয়ার ফার্মা, বিডি থাই এ্যালুমিনিয়াম, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ওরিয়ন ফার্মা, ব্যাটবিসি, ব্র্যাক ব্যাংক এবং ইসলামী ব্যাংক। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। এই ব্যাংক গত সপ্তাহে ব্লক মার্কেটে ৩৮ টাকা দরে ২০ লাখ ৮৪ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন করে। যার আর্থিক মূল্য প্রায় ৭ কোটি ৯৭ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক। এই ব্যাংক ২০ লাখ ২১ হাজার ২২৭টি শেয়ার ১৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৩৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১৭ লাখ ৭০ হাজার ৮৯৭টি শেয়ার ১৯ টাকা দরে লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৩ কোটি ৩৮ লাখ টাকা। এছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের ১ লাখ, ফার কেমিক্যালের ২২ হাজার, গোল্ডেন হার্ভেস্ট অ্যাগ্রোর ৮ লাখ, হাইডেলবার্গ সিমেন্টের ২৪ হাজার, বে-লিজিংয়ের ৩ লাখ ২৪ হাজার ৮০টি, বিএসআরএম স্টিলের ১ লাখ ৬৪ হাজার ১০২টি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ২ লাখ ৬০ হাজার, এ্যাপেক্স ফুটওয়্যারের ২ হাজার ৪০০, প্রাইম ইন্স্যুরেন্সের ৬ লাখ ২৭ হাজার, এএফসি অ্যাগ্রোর ৪ লাখ, ইফাদ অটোসের ১০ হাজার ৬১৮টি, প্রাইম ব্যাংকের ১০ লাখ ৬০ হাজার, স্কয়ার ফর্মার ২ লাখ, বিডি থাইয়ের ১৫ লাখ ৬৯ হাজার, এনবিএলের ১০ লাখ, ওরিয়ন ফার্মার ৫ লাখ ৪০ হাজার এবং ব্যাটবিসির ৬০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
×