ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাউফলে গুদামে কম পুষ্টিমানের গম !

প্রকাশিত: ০৫:৫১, ১১ জুলাই ২০১৫

বাউফলে গুদামে কম পুষ্টিমানের  গম !

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১০ জুলাই ॥ বাউফলের কালাইয়া খাদ্যগুদামে মজুদকৃত ব্রাজিলিয়ান গমে পুষ্টিমান কম বলে জানিয়েছেন খাদ্যগুদাম কর্মকর্তা। তারপরেও ওই গম বিতরণ করা হচ্ছে। শুক্রবার পর্যন্ত ওই খাদ্য গুদামে প্রায় দুই হাজার বস্তা গম মজুদ থাকলেও কাগজে-কলমে সকল গম বিতরণ দেখানো হয়েছে। জানা গেছে, উপজেলায় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আড়াই মাস আগে মংলা থেকে বাউফলের কালাইয়া খাদ্যগুদামে ২৯৮ মেট্রিক টন গম পাঠানো হয়েছে। গম আসার পর বিভিন্ন প্রকল্পে ওই গম বিতরণ দেখানো হলেও আজ শুক্রবার সরেজমিন খাদ্যগুদামে গিয়ে দেখা গেছে প্রায় দুই হাজার বস্তা গম মজুদ রয়েছে। মজুদকৃত গমের মধ্যে অনেক খরকুটা রয়েছে। গমের আকৃতি স্বাভাবিকের চেয়ে ছোট, চিকন এবং রং কিছুটা কালচে। কালাইয়া খাদ্যগুদামের কর্মকর্তা (ওসিএলএসডি) মোঃ আজিজুল হক জানান, তার খাদ্যগুদামে মজুদকৃত গমের পুষ্টিমান কম। এজন্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গম নিতে তেমন আগ্রহ দেখান না। কাগজে-কলমে গম বিতরণ দেখানো হলেও প্রকল্পের সভাপতিরা গম গুদামেই রেখে দিচ্ছেন। এজন্য এখনও প্রায় দুই হাজার বস্তা গম মজুদ রয়েছে। দু’এক দিনের মধ্যেই এ গম সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়ে যাবেন।
×