ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পালমিরার কাছাকাছি পৌঁছেছে সিরীয় বাহিনী

প্রকাশিত: ০৫:৪৪, ১১ জুলাই ২০১৫

পালমিরার কাছাকাছি পৌঁছেছে সিরীয় বাহিনী

সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের ৫ কিলোমিটারের মধ্যে চলে গেছে সিরিয়ার সরকারী সেনারা। এ অভিযানে সেনাবাহিনীকে সহায়তা করছে দেশটির বিমান বাহিনী। বর্তমানে শহরটি নিয়ন্ত্রণ করছে ইসলামিক স্টেট (আইএস)। লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, সরকারী সেনারা পালমিরা শহরের কয়েক কিলোমিটারের মধ্যে পৌঁছে গেছে। হোমস প্রদেশে পালমিরা শহরটি অবস্থিত এবং শহরের বাইরে আইএস সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ চলছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, পালমিরা শহরের পাঁচ কিলোমিটার পশ্চিমে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। সংস্থার প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সেনারা যে কোন সময় শহরের ভেতরে ঢুকে পড়তে পারে; তাদের থেকে শহর এখন খুব বেশি দূরে নয়। সিরিয়ার একটি উঁচু পর্যায়ের নিরাপত্তা সূত্রও সেনাবাহিনীর অগ্রযাত্রার কথা নিশ্চিত করেছে। -ওয়েবসাইট
×