ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নেইমারের স্বপ্ন

প্রকাশিত: ০৭:১৬, ১০ জুলাই ২০১৫

নেইমারের স্বপ্ন

স্পোর্টস রিপোর্টার ॥ সময়টা মোটেও ভাল যাচ্ছে না নেইমার। তারকা এই ফুটবলার কোপা আমেরিকা ফুটবলে ব্রাজিলের জার্সি গায়ে কিছুই করতে পারেননি। উল্টো মাথা গরম করে চার ম্যাচ নিষিদ্ধ হয়ে দলকে ডোবান। সেলেসাও অধিনায়ক তাই হতাশায় নিমজ্জিত। যার প্রমাণ মিলেছে তাকে নাইট পার্টিতে মদ্যপ অবস্থায় দেখার মধ্য দিয়ে। সদ্যই এক পার্টিতে যোগ দেন নেইমার। সেখানে তাকে মাতাল অবস্থায় দেখা যায় বলে খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের। এমন দৃশ্যের ভিডিও নাকি ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় কড়া সমালোচনার মুখে পড়েন নেইমার। ভিডিও ফুটেজটিতে দেখা যায়, নেইমার তার বন্ধুদের নিয়ে সারারাত পার্টিতে মজেছেন। যেখানে তার সাবেক ক্লাব সান্তোসের সতীর্থরাও ছিলেন। তবে এই ভিডিও ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বার্সিলোনা তারকা। নেইমার বলেছেন, আমি কিছু ভুল অতিথিকে নিমন্ত্রণ করেছি। যারা আমার জন্য পার্টিতে কিছুই করেনি। এটা আমার জন্য দুর্ভাগ্য। ব্রাজিলিয়ান অধিনায়ক আরও বলেন, আমি ছুটিতে ব্রাজিলে অবস্থান করছি। এ রকম ছুটির দিনে নিজের বাসায় বন্ধুদের নিয়ে একটি পার্টি আয়োজন করেছিলাম। আমি সত্যিই ব্রাজিলে ভাল নেই। প্রতি দিন আমার কষ্টে কাটছে। এই কষ্ট ভুলতে চান নেইমার। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পেনে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। সেখানে বার্সিলোনার হয়ে মাঠে নামতে চান দ্রুতই। আর কাতালানদের উপহার দিতে চান আরও শিরোপা। ২০১৪-১৫ মৌসুমে বার্সিলোনা জিতেছে ঐতিহাসিক ‘ট্রেবল’। এখন সুযোগ এক বছরে ছয় শিরোপা জয়ের। বার্সার হয়ে সেটি করতে মুখিয়ে আছেন নেইমার। নিজের প্রতিষ্ঠিত ‘নেইমার জুনিয়র প্রোজেক্ট ইনিস্টিটিউট’ এ দুই হাজার প্রতিবন্ধী শিশুদের নিয়ে একটি চ্যারিটি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত থেকে নেইমার বলেন, আমি ট্রেবল শব্দটি পছন্দ করি। তবে বছরে একটি ট্রেবল না, দুটি ট্রেবল জিততে চাই আমি। তিনি আরও বলেন, ট্রেবল শব্দটি আমার ভালো লাগে, তবে শৈশব থেকে আমার পছন্দের তালিকায় আছে ‘ছয়গুন’ শব্দটি। নতুন মৌসুমে আরও বেশি শিরোপা নিয়ে পছন্দের শব্দটির সঙ্গে আমি নিজেকে জড়াতে চাই। তিনি আরও বলেন, আমি হার পছন্দ করি না। গত মৌসুম আমাদের (বার্সিলোনা) জন্য দুর্দান্ত কেটেছে। কিন্তু আমি সর্বদা আরও বেশি চাই। আমি এতে সন্তুষ্ট নই। আমাদের আরও সুযোগ আছে। আমরা ছয় শিরোপা জিততে চাই। সময়ের অন্যতম সেরা এই ফুটবলার আরেকবার প্রশংসায় ভাসিয়েছেন ক্লাব সতীর্থ লিওনেল মেসিকে। এ প্রসঙ্গে তার ভাষ্য, অন্য সবার মতো আমি অকপটে বলতে চাই, মেসি বিশ্বের সেরা ফুটবলার। তার নৈপুণ্যের কারণেই আমাদের ট্রেবল জয় সহজ হয়েছে। গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, স্প্যানিশ লা লিগা ও স্প্যানিশ কোপা ডেল’রে জয় করে বার্সিলোনা। এখন এই বছরে আরও তিন শিরোপা জয়ের সুযোগ আছে কাতালানদের। ইউরোপিয়ান সুপার কাপে আগামী ১১ আগস্ট উয়েফা সুপার কাপ বিজয়ী সেভিয়ার মুখোমুখি হবে মেসি, নেইমারের বার্সিলোনা। একই মাসে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে লুইস এনরিকের দল। আর ডিসেম্বরে ক্লাব বিশ্বকাপের অভিযান শুরু করবে বার্সিলোনা ফেবারিট হিসেবেই। ২০০৯ সালে পেপ গার্ডিওলার অধীনে ছয় ট্রফি জয় করেছিল মেসি-জাভি-ভিয়া’র বার্সিলোনা। বার্সিলোনা ইতিহাসের প্রথম ও একমাত্র ক্লাব হিসেবে এক বছরে ছয় শিরোপা জয়ের স্বাদ পায়। এবার লুইস এনরিকের অধীনে আরেকবার ওই সাফল্যের পুনরাবৃত্তি করার সুযোগ পাচ্ছে স্প্যানিশ পরাশক্তিরা। নেইমার অন্তত সেটাই চান। ব্রাজিলের হয়ে ব্যর্থ হলেও সাবেক সান্তোস তারকা ক্লাবের হয়ে সফল হতে চান।
×