ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেসি ইতিহাসের সেরা ফুটবলার ॥ তুরান

প্রকাশিত: ০৭:১২, ১০ জুলাই ২০১৫

মেসি ইতিহাসের সেরা ফুটবলার ॥ তুরান

স্পোর্টস রিপোর্টার ॥ নিজ দেশ আর্জেন্টিনার হয়ে প্রত্যাশিত সাফল্য না পেলেও লিওনেল মেসি বিশ্বসেরা। কথাটি একবাক্যে স্বীকার করেছেন অনেক নামীদামী সাবেক ও বর্তমান ফুটবলাররা। সুযোগ পেলেই বার্সিলোনা তারকাকে প্রশংসায় ভাসিয়েছেন অনেকে। তবে সদ্য শেষ হওয়া কোপা আমেরিকা ফুটবলে শিরোপা হারিয়ে আরেকবার নিন্দুকদের সমালোচনার মুখে পড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এর মাঝেও মেসির প্রশংসা থেমে নেই। সদ্যই বার্সিলোনায় নাম লেখানো আরডা তুরান ক্ষুদে জাদুকরের প্রশংসায় রীতিমতো পঞ্চমুখ। বৃহস্পতিবার সাক্ষাতকারে তুরান বলেন, মেসি এক কথায় ইতিহাসের সেরা খেলোয়াড়। এটা আমার জন্য বিরাট সম্মানের যে, তার সঙ্গে একই জার্সি গায়ে মাঠে নামতে পারব। বার্সার অংশ হতে পারাটাই বিশেষ কিছু। আমার স্বপ্ন পূরণ হয়েছে। তুরস্কের এই এ্যাটাকিং মিডফিল্ডার আরও বলেন, পরিশ্রমের পুরস্কার স্বরূপ এ অবস্থানে পৌঁছেছি। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমি নিশ্চিত সতীর্থরা আমাকে ন্যুক্যাম্পে মানিয়ে নিতে সহায়তা করবে। মেসি ছাড়াও আরও অনেককেই পছন্দ করেন টুরান। বলেন, মেসি ছাড়াও ইনিয়েস্তা আমার প্রিয় খেলোয়াড়। এ দু’জনের সঙ্গে মাঠে নামতে আমার তর সইছে না। বর্তমানে ইনিয়েস্তাকে আদর্শ হিসেবে মানি। তবে অতীতে দিয়াগো ম্যারাডোনা আমার আইডল ছিলেন। সদ্যই এ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ৪১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সিলোনায় নাম লিখিয়েছেন টুরান। তবে আগামী ১৮ জুলাই অনুষ্ঠেয় বার্সার সভাপতি নির্বাচনের বিজয়ী প্রার্থী চাইলে তুরানকে পুরনো ক্লাবে ফিরে যেতে হবে। তবে নতুন সভাপতিকে ২০ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। মেসির প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজও। বার্সিলোনায় দীর্ঘদিন মেসির সঙ্গে খেলছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। তাই তো তুলনা করতে যেয়ে রিয়াল মাদ্রিদের পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়ে মেসিকেই এগিয়ে রেখেছেন তিনি। আলভেজের মতে, মাঠের খেলায় রোনাল্ডোর চেয়ে মেসির প্রভাব বেশি। সাক্ষাতকারে তিনি বলেন, মেসি অবশ্যই রোনাল্ডোর চেয়ে ভাল খেলোয়াড়। মাঠজুড়ে তার অবস্থান থাকে। গোল করা ও সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রে মেসি অতুলনীয়। ম্যাচ নিয়ন্ত্রণে মেসির তুলনায় রোনাল্ডোর প্রভাব খুবই কম। সে শুধু গোল করতে সক্ষম। কিন্তু মেসি গোল করার পাশাপাশি প্রচুর গোলে সহায়তা করে। এতে আমাদের খেলাও সহজ হয়ে যায়। অবশ্য রোনাল্ডোকে ছোট করেননি আলভেজ। বর্তমান ফিফা সেরা ফুটবলারের প্রশংসা করে তিনি বলেন, আমি মেসিকে এগিয়ে রাখলেও রোনাল্ডোকে খাটো করছি না। সে খুবই পরিশ্রমী খেলোয়াড়। এমন প্রশংসার মাঝেও মেসি আছেন কষ্টের মধ্যে। কোপার শিরোপা হারানোর জ্বালা তো আছেই, দুঃসংবাদ আছে ব্যক্তিজীবনেও। জানা গেছে, মেসির বান্ধবী আন্টানেল্লা রোকুজ্জো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মূত্রনালীতে সংক্রমণের সমস্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন রোকুজ্জো। তিনি নাকি গর্ভবতীও। রোকুজ্জোকে আর্জেন্টিনার শহর রোজারিও’র হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন এই সংক্রমণের জন্য গর্ভস্থ শিশুর ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। অসুস্থ বান্ধবীকে দেখতে আর্জেন্টাইন সুপারস্টার মঙ্গলবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন বলে আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে। তবে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে মেসির বান্ধবীর নাম তাদের রেজিস্ট্রারে নেই! মেসি কোপা আমেরিকার ফাইনালে হারের পর দু’বছরের ছেলে থিয়াগো ও বান্ধবীকে নিয়ে চিলি থেকে নিজ দেশ আর্জেন্টিনা ফেরেন।
×