ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মানিকের ঈদ এ্যালবাম ‘আয় ভোর’

প্রকাশিত: ০৪:৩০, ৯ জুলাই ২০১৫

মানিকের ঈদ এ্যালবাম  ‘আয় ভোর’

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী ও সাংবাদিক আমিরুল মোমেনীন মানিকের ঈদ-উল ফিতরের অডিও এ্যালবাম ‘আয় ভোর’। ‘আয় ভোর’ এ্যালবামটি প্রকাশ করেছে লেজারভিশন। এ্যালবামের টাইটেল ট্র্যাক ‘আয় ভোর’ শিরোনামের গানে শিল্পী মানিকের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন জীবনমুখী গানের কিংবদন্তি কণ্ঠশিল্পী নচিকেতা। গানটির কথা ও সুর মানিকের। অডিও এ্যালবামের সঙ্গে প্রকাশিত হতে যাচ্ছে একটি দৃষ্টিনন্দন ভিডিও। ‘আয় ভোরে’র মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কোন মিউজিক ভিডিওতে অংশ নিয়েছেন ভারতের বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা। জানা গেছে ‘আয় ভোর’ এ্যালবামে গান রয়েছে মোট ১৩টি। নচিকেতার কথা ও সুরে ‘কলেজ লাইফ’ শিরোনামের একটি নস্টালজিক গানও রয়েছে। এ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন তানভীর তারেক, সজীব দাস, পারভেজ জুয়েল, যাদু রিছিল ও জিএস তুহিন। ‘আয় ভোর’ এ্যালবামে থাকছে আলোকিত বিশ্ব শিরোনামের তারুণ্যদীপ্ত একটি গান, এতে সম্মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন আসিফ, আগুন, মানিক, পুলক ও লিজা। লেজারভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান জানান, এ্যালবামটি আগামী শনিবার থেকে সারাদেশে ও দেশের বাইরে অডিও দোকানগুলোতে পাওয়া যাবে। এর আগে, ২০১৩ সালে ‘অবাক শহরে’ শিরোনামের একক এ্যালবাম দিয়ে ব্যাপক আলোচিত হন আমিরুল মোমেনীন মানিক। এ্যালবামটির ছায়ামানবী, রংবাজার, মিসকল ও শিরায় শিরায় গানের ভিডিও বেশ জনপ্রিয়তা লাভ করে। এছাড়া, চলতি বছরের মা দিবসে ঈগল মিউজিক থেকে বের হয় তার একক এ্যালবাম ‘মা’। অন্য এ্যালবামগুলো হলো ‘আপীল বিভাগ’, ‘আলোর পরশ’, ‘প্রহরী’। গানের বাইরে মানিক একটি বেসরকারী টিভি চ্যানেলে সাংবাদিকতা, সংবাদ উপস্থাপনা ও টকশো সঞ্চালনা করেন। লেখালেখিও করেন তিনি। সমাজের সঙ্গতি-অসঙ্গতি নিয়ে এ পর্যন্ত আমিরুল মোমেনীন মানিকের প্রকাশিত বইয়ের সংখ্যা ৮।
×