ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অতীতের চেয়ে এবার রাস্তা অনেক ভাল ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ০৭:২১, ৮ জুলাই ২০১৫

অতীতের চেয়ে এবার রাস্তা অনেক ভাল ॥ সেতুমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ৭ জুলাই ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বছরের নয় মাস নাকে তেল দিয়ে ঘুমানোর পর তিন মাস আমরা সচেতন হব, এটা ঠিক না। আমাদের সারা বছরই কাজ করতে হবে। সারা বছরই রাস্তার মেরামত করতে হবে। তবে আমি মনে করি, এবার রাস্তা অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক ভাল। ফোর লেনের কাজ শেষ পর্যায়ে। তবে ঈদে ঘরমুখো মানুষের রাস্তার জন্য যেখানে দুর্ভোগ হবে, এর জন্য সেখানে যে সব ইঞ্জিনিয়ার ও কন্ট্রাক্টর যারাই দায়ী থাকবে তাদের কপালে দূর্ভোগ আছে। মন্ত্রী মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে এসে এসব কথা বলেন। এ সময় বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ, সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফতাব উদ্দিন খান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রামে ১৮শ’ ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৮শ’ ইয়াবা ট্যাবলেটসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে এদের গ্রেফতার এবং তাদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
×