ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বোমাতঙ্ক ॥ তুর্কী যাত্রীবাহী প্লেনের দিল্লীতে জরুরী অবতরণ

প্রকাশিত: ০৬:১৮, ৮ জুলাই ২০১৫

বোমাতঙ্ক ॥ তুর্কী  যাত্রীবাহী প্লেনের   দিল্লীতে জরুরী  অবতরণ

জনকণ্ঠ ডেস্ক ॥ বোমা থাকার আতঙ্কে একটি তুর্কী যাত্রীবাহী প্লেন মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে জরুরী অবতরণ করে। ১৪৮ যাত্রী নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের প্লেনটি ব্যাংকক থেকে ইস্তাম্বুল যাচ্ছিল। মধ্য আকাশে থাকা অবস্থায় এর মধ্যে বোমা রয়েছে এমন খবর চাউর হলে প্লেনটি নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হয়। খবর এএফপির। বিমানবন্দরে অবতরণের পর সব আরোহীকে নিরাপদে নামিয়ে দিয়ে প্লেনের মধ্যে তল্লাশি চালান হয়। বিমানবন্দরের মুখপাত্র সপ্তর্ষী সান্যাল জানান, লিপস্টিক দিয়ে প্লেনের টয়লেটে কেউ বোমা থাকার কথা লিখে রেখেছিল। এতে আসলেই কোন বিস্ফোরক ছিল না তা পরীক্ষা করে দেখা হয়। তবে কোন বোমা তাতে পাওয়া যায়নি। যাত্রীদের মধ্যে কে এমন লিখে রেখেছিলেন সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, এ নিয়ে চলতি বছর তৃতীয়বারের মতো বোমা হামলার হুমকি পেলো টার্কিশ এয়ারলাইন্স। এর আগের দুটো হুমকিই ছিল ভুয়া।
×