ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গান পছন্দ না হলে পয়সা ফেরত

প্রকাশিত: ০৪:১৮, ৮ জুলাই ২০১৫

গান পছন্দ না হলে পয়সা ফেরত

ফিনল্যান্ডে দুবছর আগে একটি লাইভ গানের অনুষ্ঠানের মান নিয়ে প্রশ্ন ওঠায় দর্শকদের পয়সা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছে সেদেশের ভোক্তা অধিকার বোর্ড। ২০১৩ সালে হেলসিঙ্কিতে রক এ্যান্ড রোল শিল্পী চাক বেরির একটি লাইভ শো ভালো লাগেনি বলে অভিযোগ দায়ের করেছিলেন এক দর্শক। তার পরিপ্রেক্ষিতে ঐতিহাসিক এই রায় দেয়া হয়। বিবিসি অনলাইন। বিয়ের পিঁড়িতে কুমির ! বিশ্বাস করুন আর নাই করুন এবার এক কুমিরকে বিয়ে করে চারদিকে হৈচৈ ফেলে দিলেন একজন মেয়র। ঘটনাটি দক্ষিণ মেক্সিকোর এক শহরের। স্থানীয় লোকেরা মহাধুমধামের মাধ্যমে কুমিরটিকে বিয়ে দেয়। আসলে কুমিরের বিয়ে দেশটির এক প্রাচীন প্রথা। তাদের মতে কুমিরের বিয়ে হলে ভাল বৃষ্টি হয়। এতে বেশি করে মাছ পাওয়া যায়। আনন্দবাজার।
×