ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গন্ধ পরীক্ষায় ধরা পড়বে শিশুর অটিজম

প্রকাশিত: ০৪:১৭, ৮ জুলাই ২০১৫

গন্ধ পরীক্ষায় ধরা  পড়বে শিশুর  অটিজম

নতুন এক গবেষণায় দেখা গেছে, ভিন্ন ভিন্ন গন্ধের ক্ষেত্রে শিশুদের প্রতিক্রিয়া অটিজম নির্ণয়ে সহায়ক হতে পারে। এ পরীক্ষা বেশ কার্যকর বলেও মনে করছেন গবেষকরা। খবর টেলিগ্রাফের। অটিজমে আক্রান্ত শিশু স্বাভাবিকভাবে সুগন্ধ ও দুর্গন্ধের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হবে। সাধারণত দেখা যায়, গোলাপের সুগন্ধ পেলে মানুষ বড় করে নিশ্বাস নেয়। অন্যদিকে, টয়লেটের দুর্গন্ধে বিপরীত প্রতিক্রিয়া দেখায়। কিন্তু যারা অটিজমে আক্রান্ত তাদের পক্ষে সুগন্ধ ও দুর্গন্ধ আলাদা করা এবং আলাদা প্রতিক্রিয়া করা সম্ভব হয় না। ‘দ্য টেলিগ্রাফ’ জানায়, গবেষকরা অটিজমে আক্রান্ত ১৮টি শিশু এবং স্বাভাবিকভাবে বেড়ে ওঠা ১৮টি শিশুকে নিয়ে এ গবেষণা চালান। সব শিশুকে সুগন্ধ ও দুর্গন্ধ শুঁকতে দেয়া হয় এবং তাদের প্রতিক্রিয়া লক্ষ্য করা হয়। স্বাভাবিক শিশুরা ৩০৫ মিলি সেকেন্ডের মধ্যে সুগন্ধ ও দুর্গন্ধের মধ্যে পার্থক্য ধরতে পারে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেখায়। কিন্তু অটিজমে আক্রান্ত শিশুরা তা পারে না। গবেষকরা এ পন্থা অবলম্বন করে ৮১ শতাংশ ক্ষেত্রে অটিজমে আক্রান্ত শিশুকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছেন। এ পদ্ধতিতে ১০ মিনিটেরও কম সময়ে সঠিকভাবে অটিজম আক্রান্ত শিশুকে শনাক্ত করা যায় বলে জানিয়েছেন তারা। কারেন্ট বায়োলজি জার্নালে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ পায়। প্রধান গবেষক ইসরাইলের বিজ্ঞান ইনস্টিটিউটের ডা. নোয়াম সবেল বলেন, ‘স্বাভাবিক শিশু ও অটিজমে আক্রান্ত শিশুর মধ্যে ঘ্রাণ নেয়ার ধরনে যে পার্থক্য আমরা দেখেছি তা এক কথায় বিস্ময়কর।’
×