ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সারাদিন বিক্রেতাশূন্য পাঁচ কোম্পানি

প্রকাশিত: ০৮:০৭, ৭ জুলাই ২০১৫

সারাদিন বিক্রেতাশূন্য  পাঁচ কোম্পানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের আধা ঘণ্টার মধ্যে অলিম্পিক অ্যাক্সেসরিজসহ ৫ কোম্পানি হল্টেড হয়ে গেছে। বিক্রেতা না থাকায় শেয়ার গুলোর মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। শেষ পর্যন্ত কোম্পানিটির কোন বিক্রেতা ছিল না। কোম্পানিগুলো হচ্ছে-সোনালী আঁশ, স্ট্যান্ডার্ড সিরামিক, অলিম্পিক অ্যাক্সেসরিজ, সমতা লেদার এবং মুন্নু সিরামিক। সংশ্লিষ্টদের মতে, সামনে শেয়ারগুলোর দর আরও বাড়তে পারে এমন আশা করছেন বিনিয়োগকারীরা। তাই হাতে থাকা শেয়ারগুলো এখনই বিক্রি করছেন না তারা। এতে শেয়ারটি বিক্রেতা শূন্য হয়ে গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শুরু থেকেই কোম্পানিটির শেয়ার বিক্রেতাশূণ্য হয়ে যায়। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তুাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৬৬ টাকা। রবিবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৬০ টাকা ৬০ পয়সা। এই সময়ে স্ট্যান্ডার্ড সিরামিকের স্ক্রীনে সর্বশেষ ২ লাখ ১২ হাজার ৩৮৭টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৫০ টাকা ৮০ পয়সা। সোনালী আঁশের স্ক্রীনে সর্বশেষ ১৭ হাজার ৮৯২টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ১১৬ টাকা ৯০ পয়সা। এই শেয়ারের সমাপনী দর ছিল ১০৬ টাকা ৩ পয়সা। সমতা লেদারের স্ক্রীনে সর্বশেষ ১৫ হাজার ৭৫৫টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ২৯ টাকা ২ পয়সা। এই শেয়ারের সমাপনী দর ছিল ২৬ টাকা ৬ পয়সা। মুন্নু সিরামিকের স্ক্রীনে সর্বশেষ ৯৫ হাজার ৩৪৩টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। হল্ডেট হওয়ার আগে সর্বশেষ লেনদেনটি হয় ৩০ টাকা ৪ পয়সা। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ২৭ টাকা ৭ পয়সা।
×