ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কলেজে ভর্তি

দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

প্রকাশিত: ০৬:৩৭, ৭ জুলাই ২০১৫

দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ

স্টাফ রিপোর্টার ॥ কলেজ ভর্তি নিয়ে বিতর্কের মধ্যে এবার ভর্তির জন্য ১৭ হাজার ৬৪৭ শিক্ষার্থীকে মনোনীত করে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ তালিকা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। তবে দ্বিতীয় এ তালিকা প্রকাশের পরেও কলেজ ভর্তির বাইরে আছে এসএসসি পাস তিন লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। এদিকে বিশেষায়িত প্রতিষ্ঠান রাজধানীর সরকারী বিজ্ঞান কলেজ নিয়ে সংকট কোনভাবেই কাটছে না। শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের ভুলের খেসারত দিয়ে কলেজ কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে ২০০ বাণিজ্যের শিক্ষার্থীকে ভর্তির সিদ্ধান্ত নিলেও সেই শিক্ষার্থীদের অর্ধেকই সেখানে পড়ার বিষয়ে অনীহা প্রকাশ করেছেন। প্রথম তালিকায় থাকা সেই ২০০ শিক্ষার্থীর মধ্যে ভর্তি হয়েছে মাত্র ১০০ জন। কারণ সেখানে নেই প্রয়োজনীয় অবকাঠামো, নেই বাণিজ্যের একজন শিক্ষকও। দ্বিতীয় তালিকা প্রকাশ করে সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক আসফাকুস সালেহীন বলেন, িি.িীরপষধংংধফসরংংরড়হ.মড়া.নফ এ ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় মেধা তালিকায় নতুন করে ১০ হাজার ৭২৬ জন এবং মাইগ্রেশনের মাধ্যমে ছয় হাজার ৬৪৭ জনসহ মোট ১৭ হাজার ৬৪৭ জনকে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়েছে। আবেদন করার সময় অনেক শিক্ষার্থী পছন্দের তালিকায় পাঁচটি কলেজকে না রাখায় অনেকেই প্রথম দফার মেধা তালিকায় বাদ পড়ে যায় বলে জানান এ কর্মকর্তা। একই সঙ্গে বলেন, কিছু সমস্যা ছিল, মোটামুটি সব ঠিক হয়েছে। সব শিক্ষার্থীই কলেজে ভর্তি হতে পারবে। দ্বিতীয় মেধা তালিকায় মনোনীত শিক্ষার্থীদের আজ ও কাল কলেজে ভর্তি হতে হবে। কারিগরি জটিলতা দেখা দেয়ার নির্ধারিত সময়ের তিন দিন পর ২৮ জুন মধ্যরাতে ভর্তির জন্য প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় হাজারো ভুলের কারণে কলেজে গিয়ে বিড়ম্বনায় পড়েন শিক্ষার্থীরা। অনেক কলেজ কর্তৃপক্ষও সময়মতো তালিকা না পেয়ে শিক্ষার্থী ভর্তি করাতে ভোগান্তিতে পড়ে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বিলম্ব ফি ছাড়াই শিক্ষার্থীরা আগামী ২৬ জুলাই পর্যন্ত কলেজে ভর্তির সুযোগ পাবে।
×