ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যালাতাসারেতে পোডলস্কি

প্রকাশিত: ০৫:২২, ৬ জুলাই ২০১৫

গ্যালাতাসারেতে পোডলস্কি

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগের অন্যতম সেরা ক্লাব আর্সেনাল ছেড়ে গ্যালাতাসারেতে যোগ দিলেন জার্মান ফরোয়ার্ড লুকাস পোডলস্কি। শনিবার তুরস্কের ফুটবল ক্লাব পোডলস্কির সঙ্গে চুক্তি করার বিষয়টি নিশ্চিত করেছে। জার্মানির বিশ্বকাপজয়ী তারকা ফুটবলার পোডলস্কিকে পেতে ইস্তাম্বুলের শীর্ষ ক্লাবটি ব্যয় করেছে ২৫ লাখ ইউরো। এর ফলে আগামী তিন বছর গ্যালাতাসারেতেই থাকছেন ৩০ বছর বয়সী লুকাস পোডলস্কি। চতুর্থ মৌসুমেও চুক্তির মেয়াদ বাড়ানোর বিকল্প রেখেছেন তিনি। শনিবার পোডলস্কি ইস্তাম্বুলের সাবিহা গোচেন বিমানবন্দরে পৌঁছে গ্যালাতাসারের জার্সি গায়ে নিজের টুইটারে একটি ছবিও পোস্ট করেন। এর ফলে নতুন ক্লাবে যোগ দিয়ে আর্সেনালে হতাশাজনক তিন বছরের সমাপ্তি ঘটালেন তিনি। ২০১২ সালে এফসি কোলন থেকে প্রিমিয়ার লীগের শক্তিশালী দল আর্সেনালে যোগ দেন পোডলস্কি। কিন্তু আর্সেনে ওয়েঙ্গারের দলে কখনই নিজকে প্রমাণ করার সুযোগ পাননি এই তারকা খেলোয়াড়। গত তিন বছরে গানারদের জার্সিতে ৮০টিরও বেশি ম্যাচ খেলার সুযোগ পান তিনি। আর এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ৩১ গোল করেন তিনি। আর এমন পারফর্মেন্সে নিজেকে সন্তুষ্ট করতে পারছিলেন না সাবেক বেয়ার্ন মিউনিখের এই তারকা ফুটবলার। যে কারণেই আর্সেনাল ছাড়ার ভাবনা ছিল গত মৌসুমের শুরু থেকেই। এর পেছনে আরও একটা কারণ হলো গত মৌসুমের শেষের অর্ধেক ধার হিসেবে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলতে হয়েছে তাকে। তাই শেষ পর্যন্ত তুরস্কের ক্লাবেই নতুন করে ঠিকানা গড়লেন এই জার্মান ফুটবলার। তবে আর্সেনাল ছেড়ে দিলেও মোটেও হতাশ নন ক্লাব কর্তৃপক্ষ। বরং গানারদের হয়ে খেলার জন্য লুকাস পোডলস্কির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা। এক বিবৃতিতে আর্সেনালের ক্লাব কর্তৃপক্ষ গ্যালাতাসারেতেও পোডলস্কির ভাল সময় কাটবে বলে আশা ব্যক্ত করেছে। তুরস্কের ক্লাব গ্যালাতাসারে গত কয়েক মৌসুম ধরেই বিশ্বের সেরা সেরা খেলোয়াড়দের কিনে নিচ্ছে। চেলসির আইভরিয়ান দিদিয়ের দ্রগবাও খেলেছে তাদের ক্লাবে। রেকর্ড ২০ বার তুরস্কের লীগ শিরোপা জয় করা গ্যালাতাসারে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের গ্রুপ পর্বে খেলবে। যেখানে নিজেকে মেলে ধরার দারুণ সুযোগ পাচ্ছেন জার্মান তারকা পোডলস্কি। তবে প্রিমিয়ার লীগে ব্যর্থ এই তারকা ফরোয়ার্ড তুরস্কে কী নিজের জাত চেনাতে পারবেন? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×