ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৬২ ছিটমহলে যৌথ জনগণনা আজ শুরু

প্রকাশিত: ০৫:১১, ৬ জুলাই ২০১৫

১৬২ ছিটমহলে যৌথ জনগণনা আজ শুরু

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আজ সোমবার থেকে ১৬ জুলাই পর্যন্ত দশ দিনব্যাপী শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২ ছিটমহলের যৌথ জনগণনা। যৌথ জনগণনার জরিপ কাজ শুরু করতে বাংলাদেশ থেকে ২৫ জনের একটি দল ভারতের কোচবিহারে দিনহাটায় গিয়েছে। অপরদিকে কোচবিহার থেকেও ৫০ জনের একটি দল বাংলাদেশের নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট ও কুড়িগ্রামে এসেছে। শনিবার বিকেলে চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে উভয় দেশের জরিপ দলটি পারাপার হয়। রবিবার জরিপকারীদের দুই দেশেই নির্দিষ্ট ফরম পূর্ণ ও ছিটমহলবাসীদের ছবি তোলার প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যৌথ জরিপ পরিচালনার সময় প্রতি ছিটমহলের জন্য পৃথক পৃথক ক্যাম্প স্থাপন করা হয়েছে। নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে ছিটমহলবাসীরা তাদের জীবনবৃত্তান্ত প্রদান করবেন। নীলফামারী জেলা প্রশাসক জাকির হোসেন জানান, ‘জনগণনার কাজ চলার পাশাপাশি উভয় দেশের ছিটমহল বাসিন্দাদের ছবি তোলার কাজও করা হবে। ছিটমহলের বাসিন্দাদের বাইরে কেউ জনগণনায় শামিল হওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা সবদিকে নজর রেখেই কাজ করছি।’ ছিটমহলের বাসিন্দাদের বাইরে যাতে কেউ ওই তালিকায় নাম ঢোকাতে না পারেন সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হয়েছে।
×