ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মির্জাপুরে চেয়ারম্যানের পিটুনিতে শিক্ষক আহত ॥ পুলিশ মামলা নেয়নি

প্রকাশিত: ০৫:১১, ৬ জুলাই ২০১৫

মির্জাপুরে চেয়ারম্যানের  পিটুনিতে শিক্ষক আহত ॥ পুলিশ মামলা নেয়নি

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ জুলাই ॥ মির্জাপুরে এক গৃহ শিক্ষককে পিটিয়ে আহত করেছে ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ হেল শাফি। এ অমানবিক ঘটনাটি ঘটে শনিবার বিকেলে উপজেলার উয়ার্শী ইউনিয়নের বন্দে কাওয়ালজানী গ্রামে। আহত শিক্ষকের নাম সুভাষ চন্দ্র ম-ল ওরফে মন্টু। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ বিষয়ে মির্জাপুর থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ গ্রহণ না করায় সুভাষের বড় ছেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, গত চার বছর আগে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের বন্দে কাওয়ালজানী গ্রামের শিক্ষক সুভাষ চন্দ্র ম-লের ছেলে প্রভাস চন্দ্র ম-লের সঙ্গে পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার নয়নটুক বাজার এলাকার সুজিত চক্রবর্তীর মেয়ের বিয়ে হয়। বিয়ের পর প্রভাস ম-ল পুরান ঢাকার স্বামীবাগ এলাকার নারিন্দা টিকাটুলিতে বোরকার ব্যবসার সুবাদে স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বিয়ের তিন বছরের মাথায় প্রভাসের বোরকার ব্যবসা বন্ধ হয়ে গেলে গত এক বছর আগে স্ত্রী প্লাবিতা রানী ম-লকে নিয়ে গ্রামের বাড়ি মির্জাপুরের বন্দে কাওয়ালজানীতে ফিরে আসেন কিন্তু স্ত্রী প্লাবতিা রানী গ্রামের বাড়িতে থাকতে আপত্তি জানালে এ নিয়ে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
×