ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দোহাজারি-ঘুনধুম রেললাইন প্রকল্প কি আলোর মুখ দেখবে?

প্রকাশিত: ০৫:১১, ৬ জুলাই ২০১৫

দোহাজারি-ঘুনধুম রেললাইন প্রকল্প কি আলোর মুখ দেখবে?

মাকসুদ আহমদ, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের জন্য রেলের আশার ঝুলিতে বেশ কয়েকটি প্রকল্প রয়েছে। এর মধ্যে পর্যটকদের জন্য কক্সবাজার রুটে বড় আকারের প্রকল্প হিসেবে রয়েছে দোহাজারি-ঘুনধুম রেললাইন প্রকল্প। ২০১০ সালে এ প্রকল্পের চুক্তি হলেও এখনও পর্যন্ত আলোর মুখ দেখেনি। গত পাঁচ বছরে প্রকল্প ব্যয় বেড়েছে চারগুণেরও বেশি। বাস্তবায়নের মেয়াদ বাড়ানোর পরও চলতি বছরের জুন মাসে তা শেষ হয়ে গেছে। এখন আর বিধিবদ্ধ কোন সময় নেই। ২০১৬ সালেও বাস্তবায়ন শুরু করলে ১২৮ কিলোমিটার রেলপথ নির্মাণ ও অবকাঠামো স্থাপনে সময় লাগবে চার বছরেরও বেশি। তবে শনিবার চট্টগ্রাম রেল স্টেশনে চট্টগ্রাম-নাজিরহাট রুটে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের চট্টগ্রাম ভিত্তিক বেশ কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেছেন রেলমন্ত্রী। কিন্তু এসব প্রকল্প কবে নাগাদ বাস্তবায়ন হতে পারে তা নিয়ে তিনি কিছুই নিশ্চিত করেননি। ফলে উপস্থিত অতিথিবৃন্দ মন্ত্রীর পরিকল্পনা আশার ঝুলিতে থেকে যায় কিনা এ নিয়ে সন্দেহ রয়েছে বলে মন্তব্য করেন। কারণ, কক্সবাজার রুটে দোহাজারি-ঘুনধুম প্রকল্প পাঁচ বছরেও শুরু না হওয়ায় নানা প্রশ্ন জনমনে। গত শনিবার রেলমন্ত্রী মজিবুল হক চট্টগ্রাম রেল স্টেশনে নাজিরহাট রুটে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, কালুরঘাটে দ্বিতীয় রেল সেতু নির্মাণ হবে। কোরিয়ান সরকার এ সেতু নির্মাণে অর্থায়ন করবে। দোহাজারি থেকে ঘুনধুম পর্যন্ত রেলপথ নির্মাণে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) পাঁচ মিলিয়ন ডলার অর্থ সহযোগিতা করবে। রেলের মালিকানাধীন ৬৫ হাজার একর জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পনা চলছে। তিনি বলেন, আগামী ৫ বছরে দুই লাখ ৩৫ হাজার কোটি টাকায় ৪৮টি প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী।
×