ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তকে ভুল ॥ সংশোধন দাবি

প্রকাশিত: ০৫:০৯, ৬ জুলাই ২০১৫

পঞ্চম শ্রেণীর পাঠ্য পুস্তকে ভুল ॥  সংশোধন দাবি

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৫ জুলাই ॥ এশিয়া উপ-মহাদেশের ঐতিহাসিক স্থানগুলোর মধ্যে নওগাঁর পাহাড়পুর অন্যতম। কিন্তু জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের পঞ্চম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ে (আমার বাংলা বই) নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের অবস্থান সম্পর্কে ভুল এবং অস্পষ্ট তথ্য পরিবেশন করা হয়েছে। বইটির ১০০ পৃষ্ঠার ৬ষ্ঠ লাইনে লেখা রয়েছে, ‘কুমিল্লার লালমাই, আর বরেন্দ্র অঞ্চল দিনাজপুর- নওগাঁ-বগুড়ার পাহাড়পুর এবং মহাস্থান গড়ের মতো মধুপুর গড় থেকে টাঙ্গাইল-গাজীপুর-নরসিংদীর অধিকাংশ ভূমির গঠন একই রকম যা মধুপুর গড় নামে পরিচিত।’ এখানে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার প্রকৃতপক্ষে কোন জেলায় অবস্থিত তা সুস্পষ্ট নয়। বরেন্দ্র অঞ্চল বলতেই বৃহত্তর রাজশাহী অঞ্চলকে বুঝায়। এখানে রাজশাহীর নামটুকুও উল্লেখ করা হয়নি। ফলে এসব ঐতিহাসিক স্থানগুলোর অবস্থান সম্পর্কে কোমলমতি শিশু শিক্ষার্থীরা সঠিক তথ্য শিখতে পারছে না। শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করতে নওগাঁ জেলা দুনীতি দমন কমিটির সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান অবিলম্বে বিষয়টি সংশোধন করার জন্য শিক্ষামন্ত্রীসহ সংশিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
×