ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঈদের বিশেষ নাটক ‘ভালবাসা দুজনায়’

প্রকাশিত: ০৭:৫৭, ৫ জুলাই ২০১৫

ঈদের বিশেষ নাটক ‘ভালবাসা দুজনায়’

স্টাফ রিপোর্টার ॥ সাম্প্রতিক সময়ে নির্মিত হচ্ছে ঈদে প্রচারের জন্য অসংখ্য নাটক ও টেলিফিল্ম। ঈদের নাটক টেলিফিল্ম নির্মাণে পরিচালকরা যেন দম ফেলার সুযোগ পান না। শিল্পী সঙ্কটের কারণে টিভির নিয়মিত শিল্পীদের পাশাপাশি ঈদ উপলক্ষে বিভিন্ন নাটক টেলিফিল্মে অভিনয় করেন চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা। আগামী ঈদ-উল-ফিতরে প্রচারের জন্য সম্প্রতি নির্মিত হয়েছে এ রকমই একটি বিশেষ নাটক ‘ভালবাসা দুজনায়’। তরুণ নাট্যকার আকাশ রঞ্জনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন টি আর আরিফ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পপি, লামিয়া মিমো, হাসান জাহাঙ্গীর প্রমুখ। নাটকটি আগামী ঈদ-উল-ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের ষষ্ঠ দিন রাত ৮-৪০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে। নাটকের কাহিনী প্রসঙ্গে পরিচালক টি আর আরিফ বলেন, কাহিনীতে দেখা যাবে চিত্র নায়িকা পপি ভালবাসে ব্যবসায়ী হাসান জাহাঙ্গীরকে। হাসান জাহাঙ্গীর খুলনা থেকে ঢাকা আসার পথে গাড়ির নিচে চাপা পড়ে পপির বোন মিমো। মিমোকে দুর্ঘটনা থেকে সেভ করে হাসান। এ ঘটনায় মিমো হাসানের প্রতি দুর্বল হয়। অন্যদিকে পপি অপেক্ষা করতে থাকে হাসান জাহাঙ্গীরের জন্যে। ঘটনা এভাবে এগুতে থাকে। এক সময়- আপন দু’বোন হাসান জাহাঙ্গীরকে ভালবাসে, অথচ হাসান জানে না তারা আপন দু’বোন।এদিকে পপির জন্য পাত্র আসে বিদেশ থেকে। পপি হাসান জাহাঙ্গীরকে তাদের বিয়ের কথা বলে, হাসান রাজি না হওয়ায় পপি রাগ করে- যাওয়ার পথে রোড এক্সিডেন্টে পঙ্গু হয়ে যায়। হাসান জাহাঙ্গীর পপিকে রক্ত দিয়ে বাঁচিয়ে তোলে। হাসান রক্ত দিয়ে দিয়েছে তা-পপি জানে না। এ দিকে পপি পঙ্গু হয়ে যাওয়ায় বিদেশী পাত্র পালিয়ে যায়। হাসান রাজি হয় পঙ্গু পপিকে বিয়ে করতে। পপি হাসান জাহাঙ্গীরের কথা শুনে বুঝতে পারে হাসান সত্যিই তাকে মন থেকে ভালবাসে। ঘটনাটি মিমো বুঝতে পেরে দু’জনের সুখ কামনা করে। এক সময় দেখা যায় পপি পঙ্গু নয়। সে মিথ্যে পঙ্গুত্বের অভিনয় করেছিল। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
×