ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি মোস্তফা খায়ের

প্রকাশিত: ০৭:৩১, ৫ জুলাই ২০১৫

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ডিএমডি মোস্তফা খায়ের

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পেলেন মোস্তফা খায়ের। ইতোপূর্বে তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। মোস্তফা খায়ের বাংলাদেশ শিল্প ঋণ সংস্থায় (বর্তমানে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি:) ১৯৮৯ সালের মার্চে তার ব্যাংকিং জীবন শুরু করেন। -বিজ্ঞপ্তি। পুনরায় চালু হচ্ছে পানগাঁও টার্মিনাল অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রথম নৌ-কন্টেনার টার্মিনাল পানগাঁও রাজস্ব আদায়ে সম্ভাবনার ক্ষেত্র হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। গত শুক্রবার বুড়িগঙ্গার তীরে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পানগাঁও অভ্যন্তরীণ কন্টেনার টার্মিনাল (আইসিটি) পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বের সব দেশে আমদানি-রপ্তানিতে নৌ-টার্মিনাল ব্যবসার অপার সম্ভাবনার ক্ষেত্র। সব দেশ এ সুযোগকে কাজে লাগাতে পারলে আমরা কেন নয়? পানগাঁও টার্মিনাল পুনরায় চালুর মাধ্যমে আমরাও এ সুযোগ কাজে লাগাব। প্রচারের অভাবে এ টার্মিনাল পরিচিতি পাচ্ছে না। খুব শিগগিরই আমদানি ও রফতানিকারকদের কাছে এ টার্মিনাল পরিচিতি পাবে বলে জানান তিনি। চলতি বছরের মধ্যেই টার্মিনাল চালুর কথা জানিয়ে নজিবুর রহমান বলেন, আমরা একটি ত্রৈমাসিক পরিকল্পনা তৈরি করছি। আশা করি, তিন মাসের মধ্যে এ টার্মিনাল চালু হবে। টার্মিনাল চালু ও ব্যবস্থাপনায় কৃষি, নৌ, বিজ্ঞান ও প্রযুক্তি, টেলিযোগাযোগ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলে জানান চেয়ারম্যান। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অর্থায়নে প্রায় ৮৮ একর জমিতে নির্মিত এ টার্মিনাল ২০১৩ সালের ৭ নবেম্বর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেড় শ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ টার্মিনালে বছরে সোয়া লাখ কন্টেনার হ্যান্ডেলিং করা যাবে। বেশ কিছু জটিলতার কারণে এ টার্মিনাল চালু হয়নি।
×