ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুষমা, বসুন্ধরার পর এবার রমন সিংহকে নিয়ে বিপাকে বিজেপি

প্রকাশিত: ০৭:০২, ৫ জুলাই ২০১৫

সুষমা, বসুন্ধরার পর এবার রমন সিংহকে নিয়ে বিপাকে বিজেপি

জনকণ্ঠ ডেস্ক ॥ সুষমা, বসুন্ধরার পর রমন সিংহকে নিয়ে নতুন করে কংগ্রেসের তোপের মুখে পড়েছে বিজেপি। বিষয় সেই আর্থিক দুর্নীতি। ললিত কেলেঙ্কারিতে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার নাম আগে থেকেই ছিল। এবার চাল বিলি নিয়ে ফাঁস হওয়া এক কেলেঙ্কারিতে অভিযোগ উঠল ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিংহের বিরুদ্ধে। কংগ্রেসের দাবি, তাদের হাতে রমন ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৩৬ হাজার কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার প্রমাণ এসেছে। ‘নাগরিক আপূর্তি’ প্রকল্পকে কেন্দ্র করে ছত্তশিগড়ে বিপুল টাকার দুর্নীতির কথা ফাঁস হয়েছে। কংগ্রেসের অভিযোগ, ওই দুর্নীতিতেই রমন এক রকম সপরিবারে জড়িত। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের। কংগ্রেস মুখপাত্র অজয় মাকেন অবিলম্বে রমন সিংহের ইস্তফা দাবি করেছেন। দুর্নীতিতে রমন সিংহ ও তাঁর পরিবারের জড়িত থাকার ব্যাপারে ডায়েরি, পেন ড্রাইভ ও বেশ কিছু নথিপত্রের মতো অকাট্য প্রমাণ তারা পেয়েছে বলে কংগ্রেসের দাবি। দলের বক্তব্য, ডায়েরিতে যা রয়েছে তাতে দেখা যাচ্ছে, শুধু রমন সিংহ ও তাঁর স্ত্রী নন, মুখমন্ত্রীর শ্যালিকা ও রাঁধুনিও কেলেঙ্কারি থেকে লাভবান হয়েছেন। কংগ্রেসের আরও দাবি, এ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি) বা দুর্নীতি দমন ব্যুরোর কাছে পৌঁছানো ওই ডায়েরি থেকে পরিষ্কার, মুখ্যমন্ত্রী ও তাঁর পরিবার ওই বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতি থেকে সরাসরি লাভবান হয়েছেন। এসিবি’র প্রধান এখন বলছেন, এত বড় মাপের দুর্নীতির তদন্ত করার ক্ষেত্রে তাঁদের সীমাবদ্ধতা আছে, তদন্তের ভার আরও বড় কোন সংস্থাকে দেয়া হোক। তদন্তে এখনও পর্যন্ত ১১৩ পাতার নথি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে মোট ২৮ জনের। তাদের মধ্যে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
×