ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর দায়ে পাক ইমামের ১০ বছর কারাদণ্ড

প্রকাশিত: ০৪:২৯, ৫ জুলাই ২০১৫

সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর দায়ে পাক ইমামের ১০ বছর কারাদণ্ড

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এক মসজিদের ইমামকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়ানোর অপরাধে ১০ বছর চার মাস কারাদণ্ড দিয়েছে দেশটির সন্ত্রাস-বিরোধী আদালত। বিচারক খালিদ আরশাদ শুক্রবার দেয়া রায়ে আসামি ইমাম মাওলানা আব্দুল গনিকে আরও সাত লাখ রুপি জরিমানা করেন। খবর ডনের। দুই মাস আগে পাঞ্জাবের হাসিলপুরের নিকটবর্তী কাইমপুর টাউনে একটি সম্প্রদায়ের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেয়ার পর পুলিশ মাওলানা গনিকে গ্রেফতার করেছিল। এছাড়া একই দিন একই আদালত সাম্প্রদায়িক উস্কানিমূলক সাহিত্য বিতরণ করার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও চারটি মামলারও রায় ঘোষণা করে। ওই রায়ে আসামি মুহম্মাদ ওয়াকাস ও তালিব হুসেইনের প্রত্যেককে সাড়ে তিনমাসের কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি জরিমানা, আসামি রফিক আহমেদকে তিন মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার রুপি জরিমানা এবং আসামি মুহম্মদ জাহিদকে সাড়ে তিনমাসের কারাদণ্ড দেয়া হয়। বাড়ির ভূগর্ভে বিশ্বযুদ্ধের ট্যাংক দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত দুটি প্যান্থার ট্যাংক সম্প্রতি জব্দ করেছে জার্মান পুলিশ। ৭৮ বছর বয়সী এক ব্যক্তি ট্যাংক দুটিকে তার বাড়ির ভূগর্ভে লুকিয়ে রেখেছিলেন। ট্যাংক দুটি এখন আর কাজ করে না। তবে ওই পেনশনভোগী ঠিক কী কারণে ট্যাংক দুটি এত দিন লুকিয়ে রেখেছিলেন তা জানা যায়নি। ট্যাংক দুটি বাড়ি থেকে অপসারণের সময় স্থানীয়দের ভিড় জমে। বিবিসি কুকুরের নামে রেশন কার্ড! এবার পোষা কুকুরের নামে রেশন কার্ড বরাদ্দ নিয়ে আলোচনায় এলেন এক ভারতীয়। দেশটির কোটি কোটি দরিদ্র যেখানে একটা রেশন কার্ডের জন্য বছরের পর বছর অপেক্ষা করে। সেখানে কুকুরের নামে রেশন কার্ডের বিষয়টি রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছে। এ ঘটনার জন্য কুকুরের মালিক আজম খানকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে। এনডিটিভি
×