ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নাইজিরিয়ায় বোকোহারাম জঙ্গীদের হাতে নিহত ১৫০

প্রকাশিত: ০৬:১৭, ৪ জুলাই ২০১৫

নাইজিরিয়ায় বোকোহারাম জঙ্গীদের হাতে  নিহত ১৫০

নাইজিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় কর্নো অঙ্গরাজ্যে সন্দেহভাজন ইসলামপন্থী বোকোহারাম জঙ্গীদের হামলায় প্রায় ১৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির। প্রত্যক্ষদর্শীরা বলেন, বন্দুকধারীরা বুধবার সন্ধ্যায় লেক শাদ শহরের কাছে কুকাওয়া গ্রামে হামলা চালিয়ে ৯৭ ব্যক্তিকে হত্যা করে, নিহতদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিল। মঙ্গলবার জঙ্গীরা মনগুনো শহরের কাছে দুই গ্রামে ৪৮ জনকে গুলি করে হত্যা করে। নিহতরা তাদের নামাজ শেষ করার পর ওই ঘটনা ঘটে। মহিলাদের হত্যা করা থেকে রেহাই দেয়া হয় বলে জানা যায়। মনগুনো সম্প্রতি বোকোহারামের হাত থেকে পুনর্দখল করা হয়। গত মাসে শহরটিতে বোকোহারামের কাছ থেকে জব্দ করা একটি বোমা বিস্ফোরিত হলে অন্তত ২৩ ব্যক্তি মারা যায়। ইসলাম পন্থী ওই দলটির বিরুদ্ধে সেনা অভিযানের সাফল্য উদ্যাপনের সময় ওই বিস্ফোরণ ঘটে। এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে ২০০৯ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে এরূপ সহিংসতায় প্রায় ১৭ হাজার লোক নিহত হয়। সেই বছরই বোকোহারাম জঙ্গীরা ইসলামী শাসন চাপিয়ে দেয়ার চেষ্টায় হিংসাশ্রয়ী বিদ্রোহ শুরু করে। নাইজিরিয়ার নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি বলেন, বোকোহারামকে পরাজিত করতে আঞ্চলিক চেষ্টার উন্নতি ঘটানোই তার প্রধান কাজ। দলটি তখনও অনেক নারী মেয়ে ও শিশুকে আটক রাখছে।
×