ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৪ বছর পর আমতলী ছাত্রদল কমিটি ॥ বঞ্চিতদের ক্ষোভ

প্রকাশিত: ০৬:১০, ৪ জুলাই ২০১৫

১৪ বছর পর আমতলী  ছাত্রদল  কমিটি ॥  বঞ্চিতদের ক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৩ জুলাই ॥ ১৪ বছর পরে বরগুনার আমতলী উপজেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি। শুক্রবার এ খবরে পদবঞ্চিত নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, এটি পকেট কমিটি করা হয়েছে। তারা এ কমিটি প্রত্যাখ্যান করেছে। বরগুনা জেলা ছাত্রদলের আহ্বায়ক কে এম সফিকুজ্জামান মাহফুজ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুরাদুজ্জামান টিপন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আমতলী ছাত্রদলের মোঃ আবু সাইদ জুবেরী সভাপতি, এমএ রাজ্জাক সিনিয়র সহ-সভাপতি, মোঃ মেহেদী হাসান রাকিব সাধারণ সম্পাদক, এবিএম জাকারিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ইমরানকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন। অনুরূপভাবে আমতলী পৌর ছাত্রদলের ইশরাত শাহ আলামিন পিকু সভাপতি, গোলাম কিবরিয়া সিনিয়র সহ-সভাপতি, মেহেদী হাসান সাধারণ সম্পাদক, শামীম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও কাওসার শিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামী ১৫ দিনের মধ্যে ৬১ সদস্যবিশিষ্ট উপজেলা ও পৌর কমিটির অবশিষ্ট ৫৬ জনকে অন্তর্ভুক্ত করে পুর্ণাঙ্গ কমিটি জেলা কমিটিতে জমা দিয়ে অনুমোদন নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এদিকে এ কমিটি ঘোষণার খবরে আমতলী পদবঞ্চিত ছাত্রদলের নেতা- কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
×