ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাউফলে কাজ শেষ না করেই বিলের টাকা নিয়ে গেছেন ঠিকাদার!

প্রকাশিত: ০৬:০৮, ৪ জুলাই ২০১৫

বাউফলে কাজ শেষ না করেই বিলের টাকা নিয়ে গেছেন  ঠিকাদার!

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ৩ জুলাই ॥ বার্ষিক উন্নয়ন প্রকল্পের (এডিপি) ১১৩ গ্রুপের আড়াই কোটি টাকার কাজ শেষ না করেই বিলের টাকা নিয়ে গেছেন ঠিকাদার। জানা গেছে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রকৌশল অধিদফতর থেকে গত ১২ এপ্রিল ১১৩ গ্রুপের আড়াই কোটির টাকার টেন্ডার আহ্বান করা হয়। গত ২০ জুনের মধ্যে এসব কাজ সম্পন্ন করে ৩০ জুনের মধ্যে ঠিকাদারদের সমুদয় বিলের টাকা প্রদানের কথা। কিন্তু ৩০ জুনের মধ্যে এ প্রকল্পের ১১৩ গ্রুপের অর্ধেক কাজও সম্পœ হয়নি। অথচ সংশ্লিষ্ট সকল ঠিকাদারকে বিলের টাকা পরিশোধ করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শাহজান ফরাজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিশেষ জামানতের মাধ্যমে টাকা ধরে রাখা হয়েছে। কাজ শেষ হলে ঠিকাদারদের টাকা পরিশোধ করা হবে। নাম প্রকাশ না করার শর্তে বাউফলের কয়েক ঠিকাদার জানান, বিশেষ জামানতের মাধ্যমে টাকা ধরে রাখার কোন বিধান নেই।
×