ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এএফসি ও সাফ অনুর্ধ ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

অনুর্ধ ১৯ দলের বাছাই চূড়ান্ত

প্রকাশিত: ০৭:১১, ৩ জুলাই ২০১৫

অনুর্ধ ১৯ দলের বাছাই চূড়ান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ এএফসি ও সাফ অনুর্ধ ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলা আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। এই দুটি টুর্নামেন্টে বাংলাদেশ অংশ নেবে। এ লক্ষ্যেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বৃহস্পতিবার দল গঠনের জন্য চূড়ান্ত বাছাইয়ের আয়োজন করে। প্রাথমিক বাছাইয়ের ৫৪ ফুটবলার এই পর্বে অংশ নেন। যেখান থেকে ২৯ জনকে চূড়ান্তভাবে বাছাই করা হয়। বাছাইকৃতদের নিয়ে রবিবার বাফুফে ভবনে অনুর্ধ ১৯ দলের আবাসিক ক্যাম্প শুরু হবে। ওইদিন বেলা ১১টায় দলের কোচ সাইফুল বারী টিটুর কাছে বাছাইকৃতদের রিপোর্ট করতে হবে। এরা হলেন- রুবেল, শাকিল, কিরণ, সুমন, বিবেক ম-ল, সোহান, সাইফ, বাপ্পি, মাসুদ, তরিকুল, রহিত, প্রীতম, জয়, বিশ্বনাথ, আকাশ, রুবেল, আল আমিন, রবিউল, সাদ, স্বাধীন, রকিন সরকার, অনিক, পারভেজ, রাফি, রুবেল-২, মিঠু, সুজন, আজাদ হোসেন ও সাইফুল। এদের সঙ্গে পরবর্তীতে ক্যাম্পে যোগ দেবেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ থেকে বাছাইকৃত ১৫ ফুটবলার। এরা হলেন- রকি, সুশান্ত, সালাহউদ্দিন, বাদশা, সাফায়েত মুন্না, সুমন, বিপলু, হাবিব, জনি, ইব্রাহিম, শীতল, মান্নাফ রাব্বি, রয়েল, সিহাব ও আনিসুর রহমান জিকো। এই ৪৪ ফুটবলারের মধ্য থেকেই এএফসি ও সাফ অনুর্ধ ১৯ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশ দলগঠন করবে বাফুফে। ২৮ সেপ্টেম্বর-৬ অক্টোবর পর্যন্ত হবে অনুর্ধ ১৯ টুর্নামেন্ট। এ টুর্নামেন্টের বাছাইয়ে ‘এ’ গ্রুপে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও উজবেকিস্তান আছে বাংলাদেশের সঙ্গে। ২৮ সেপ্টেম্বর লাল-সবুজদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। ২, ৪ ও ৬ অক্টোবরের পরের তিন ম্যাচ শ্রীলঙ্কা, ভুটান ও উজবেকিস্তানের বিপক্ষে। এএফসি জানিয়েছে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টের স্বাগতিক হতে পারবে না। পাকিস্তানে এ আসর আয়োজন করা সম্ভব নয়, কেননা সেখানে নিরাপত্তার অভাব। নিয়ম অনুযায়ী আগামী ৮ জুলাইয়ের মধ্যে ভুটান, বাংলাদেশ ও উজবেকিস্তানকে আয়োজক হওয়ার জন্য আবেদন করতে হবে। যদি কোন দেশই তাতে আগ্রহ প্রকাশ না করে, তাহলে টুর্নামেন্টটি কোন নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে অংশ নেয়া সব দেশ মিলে এর খরচ বহন করতে হবে। ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচী এবং মাঠ স্বল্পতার কারণে বাংলাদেশের এ টুর্নামেন্টের স্বাগতিক হওয়া সম্ভব নয়। তবে ৮ জুলাইয়ের আগে বাফুফে এ নিয়ে পর্যালোচনা বা বিবেচনা করে দেখতে পারে। উল্লেখ্য, শ্রীলঙ্কা সরকারের অনুষ্ঠান থাকায় ২৮ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ কলম্বো স্টেডিয়াম ব্যবহার করা যাবে না। তাই গ্রুপের খেলা দুই সপ্তাহ এগিয়ে দিতে এএফসিকে অনুরোধ জানিয়েছিল স্বাগতিকরা। তবে ওই সময় অনুর্ধ ১৬ টুর্নামেন্ট চলবে বিধায় রাজি হয়নি এএফসি। ‘দাবার রানী’র আরেকটি আন্তর্জাতিক সাফল্য স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের নয়াদিল্লীতে অনুষ্ঠিত কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। এ আসরে ৯ খেলায় অংশ নিয়ে ৫ পয়েন্ট লাভ করেন বাংলাদেশের ‘দাবার রানী’ খ্যাত রানী হামিদ। একই বিভাগে রৌপ্যপদক জিতেছেন ভারতের দেব শিব। এছাড়া মালয়েশিয়ার কিয়ান হুয়া জিতেছেন তাম্রপদক।
×