ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গাজা থেকে হামাসকে উৎখাতের হুমকি আইএসের

প্রকাশিত: ০৪:২২, ২ জুলাই ২০১৫

গাজা থেকে হামাসকে উৎখাতের হুমকি আইএসের

গাজা উপত্যকায় ইসলামী অনুশাসন কঠোরভাবে প্রয়োগ না করায় এক ভিডিও বার্তায় হামাসকে উৎখাতের হুমকি দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। হামাসের প্রতি তাদের এই প্রকাশ্য চ্যালেঞ্জ বিরল ঘটনা। আইএসের শক্ত ঘাঁটি সিরিয়া থেকে মঙ্গলবার এই ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তারা ইসরাইলের অস্ত্রবিরতি ও মার্কিন সমর্থিত প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি সংগঠন ফাতাহর সঙ্গে পুনর্মিলনেরও বিরোধিতা করেছে। গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে হামাস আর পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফাতাহ। খবর গার্ডিয়ান ও টাইমস অব ইন্ডিয়ার। মুখোশ পরা আইএসের এক সদস্য ‘স্বেচ্ছাচারী হামাস’ শিরোনামের ওই ভিডিও বার্তায় বলেন, আমরা ইহুদীদের (ইসরাইল) নির্মূল করব। আপনারা ও ফাতাহ এবং অন্যসব ধর্মনিরপেক্ষরা কিছুই করছেন না। আমাদের ক্রমবর্ধমান শক্তি দিয়ে আমরা আপনাদের দখল করে নেব। আপনারা থাকার পরও আমরা গাজায় শরিয়া আইন বাস্তবায়ন করব। ভিডিওতে সিরিয়া ও দামেস্কে ফিলিস্তিনি শরণার্থী শিবিরের আইএসের অগ্রগতির বরাত দিয়ে ওই সদস্য বলেছেন, ‘আমরা প্রতিজ্ঞা করছি যে, ভূমধ্য সাগরের পূর্বাঞ্চলে আজ যা হচ্ছে, বিশেষ করে ইয়ারমুক শিবিরে, তা গাজাতেও হবে।’ সংগঠনটি ইরাকেও বিশাল অংশ দখল করে রেখেছে।
×