ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই

প্রকাশিত: ০৬:৪৮, ৩০ জুন ২০১৫

কৌতুক অভিনেতা পাপ্পু আর নেই

স্টাফ রিপোর্টার ॥ টেলিভিশনের পর্দায় মজার মজার কথা কিংবা সংলাপের ছলে দর্শককে মাতিয়ে রাখতেন পাপ্পু। থেমে গেল জনপ্রিয় এই কৌতুক অভিনেতার জীবন পরিভ্রমণ। সোমবার ভোর চারটা নাগাদ তিনি পাড়ি জমান না ফেরার দেশে। লালবাগের নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘শুভেচ্ছা’র সুবাদে দর্শক মহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর প্রায় প্রতিটি ম্যাগাজিন অনুষ্ঠান ও কমেডি শোতে ছিল তাঁর প্রাণবন্ত উপস্থিতি। বেশকিছু অনুষ্ঠানও উপস্থাপনা করেছিলেন তিনি। ছোটপর্দার গ-ি পেরিয়ে পাপ্পু অভিনয় করেছেন ১৪টি চলচ্চিত্রে। প্রথম ছবি সিরাজ হায়দারের ‘সুখ’। তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য ‘আখেরি হামলা’, ‘শত্রু সাবধান’, ‘মেয়েরা মাস্তান’, ‘ফায়ার’, ‘ভ- বাবা’, ‘কালো চশমা’ প্রভৃতি। সর্বশেষ তিনি অভিনয় করেন ‘ময়নামতির সংসার’ চলচ্চিত্রে।
×