ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুুঁজিবাজারে ৬২ ভাগ কোম্পানির দর বাড়ল

প্রকাশিত: ০৬:৩৯, ৩০ জুন ২০১৫

পুুঁজিবাজারে ৬২ ভাগ কোম্পানির দর বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টানা দ্বিতীয় দিনের মতো সূচকের উর্ধগতি দিয়ে দেশের পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। প্রধান পুুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬২ ভাগ কোম্পানির দর বাড়ার দিনে লেনদেন বেড়েছে প্রায় ১৮ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসইর বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার সকালে আগের দিনের ধারাবাহিকতায় সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শুরু হয়। বেশিরভাগ কোম্পানির দর বাড়ার কারণে সার্বিক লেনদেনও বাড়তে থাকে। দিনশেষে ডিএসইতে ৪২৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ৬৬ কোটি ২৬ লাখ টাকা বেশি লেনদেন। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৬২ কোটি ৩ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৭টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর। সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। সকালেই বড় মূলধনী কোম্পানি ও নতুন তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক এক্সেসরিজের প্রাধান্য দিয়ে লেনদেন শুরু হয়। দিনশেষে প্রধান মূল্যসূচক ২৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৩১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৫২ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, এএফসি এ্যাগ্রো বায়োটেক, এসিআই ফর্মুলেশন এবং সামিট পাওয়ার কোম্পানি। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : হাক্কানী পাল্প, ওলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, মালেক স্পিনিং, আইসিবি ১ম এনআরবি, রিলায়েন্স ইন্স্যুরেন্স, আইসিবি, অগ্রণী ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, নদার্ন ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : বিআইএফসি, স্টাইল ক্রাফট, প্রাইম লাইফ, মুন্নু সিরামিক, এক্সিম ১ম মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মডার্ন ডায়িং, রংপুর ফাউন্ডি ও ফাইন ফুডস। সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪০ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৫টির, কমেছে ৬১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।
×