ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে

প্রকাশিত: ০৬:১৭, ৩০ জুন ২০১৫

নতুন অধিনায়ক অজিঙ্কা রাহানে

স্পোর্টস রিপোর্টার ॥ মহেন্দ্র সিং ধোনি-বিরাট কোহলিসহ একাধিক সিনিয়র ক্রিকটারকে বিশ্রাম দিয়ে জিম্বাবুইয়ে সফরের জন্য দল ঘোষণা করছে ভারত। তারুণ্য নির্ভর দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্কা রাহানে। সফরে জিম্বাবুইয়ের সঙ্গে তিন ওয়ানডে ও দুই ম্যাচের টি২০ খেলবে মোড়ল ভারত। ১০ জুলাই প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। রাহানেকে অধিনায়ক করা প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান সন্দীপ পাতিল বলেন, ‘ভারতের অন্যতম ধারাবাহিক পারফর্মার সে। একজন ব্যাটসম্যানের বাইরে তার অন্য সম্ভাবনাময় দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। এ জন্যই সুযোগ দেয়া।’ সোমবার দিল্লীর বৈঠকে ১৫ সদস্যের দল ঘোষণা করে ইন্ডিয়ান বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটি। বাদ পড়া তারকারা হলেন ওয়ানডের নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, টেস্ট অধিনায়ক বিরাট কোহলি, রোহিত শর্মা, সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন এবং উমেশ যাদব। ফিরিয়ে আনা হয়েছে মনোজ তিওয়ারি, হরভজন সিং এবং রবিন উথাপ্পাকে। একমাত্র নতুন মুখ সন্দীপ শর্মা। এর মধ্য দিয়ে চার বছর পর স্বল্পদৈর্ঘের জাতীয় দলে সুযোগ পেলেন অভিজ্ঞ স্পিনার হরভজন। নিজেকে প্রমাণের সুযোগ পেলেন উথাপ্পাও। ‘শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সফর, টি২০ বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়া সিরিজের কথা মাথায় রেখে সিনিয়রদের বিশ্রাম দেয়া হয়েছে’Ñ যোগ করেন পাতিল। স্পন্সর প্রশ্নে শুরুতে এই সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জিম্বাবুইয়ে দলের টিভি স্পন্সর টেন ক্রিকেট, যা বিসিসিআইর শত্রু এসেল গ্রুপের একটি প্রতিষ্ঠান! দুই বোর্ডের আলোচনায় সেই ঝামেলা দূর হয়েছে। প্রথমে অধিনায়কের হিসেবে রোহিত শর্মা ও সুরেশ রায়নার নাম উঠলেও শেষ পর্যন্ত তাদের বিশ্রামে রেখে তুখোড় প্রতিভাবান ব্যাটসম্যান রাহানের ওপর আস্থা রাখল বিসিসিআই। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারে কেঁপে ওঠে ভারতীয় ক্রিকেটের ভিত। অধিনায়ক ধোনিকে সরাও, নতুন কোচ নিয়োগ দাও বলে চারদিকে রব ওঠে। তাতেও আপাতত কর্ণপাত করেনি বিসিসিআই। আগামী বছর ঘরের মাটিতে টি২০ বিশ্বকাপ পর্যন্ত কোন পরিবর্তন আসছে না বলে বোর্ড সূত্রের উদ্ধৃতি দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। বরং বাড়ানো হবে অন্তর্বর্তীকালীন কোচ রবি শাস্ত্রী ও অন্যদের চাকরির মেয়াদ। তবে অন্তর্বর্তীকালীন কোচ রবি শাস্ত্রীও জিম্বাবুইয়ে সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ভারত দল ॥ অজিঙ্কা রাহানে (অধিনায়ক), মুরলি বিজয়, আমবাতি রায়ুডু, মনোজ তিওয়ারি, কাদের যাদব, রবিন উথাপ্পা, মানিশ পান্ডে, হরভজন সিং, অক্ষর প্যাটেল, করণ শর্মা, ধাওয়াল কুলকার্নি, স্টুয়ার্ট বিনি, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা ও সন্দীপ শর্মা।
×