ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তৈরি পোশাকের উৎসে কর কমানোর পক্ষে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৫:২৬, ২৯ জুন ২০১৫

তৈরি পোশাকের উৎসে কর কমানোর পক্ষে বাণিজ্যমন্ত্রী

দেশে তৈরি পোশাকের রফতানি মূল্যের ওপর আরোপিত উৎসে কর এক শতাংশ থেকে কমিয়ে ‘সহনীয় হারে’ নির্ধারণের অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ। রবিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রীর প্রতি তিনি দৃষ্টি আকর্ষণ করেন। তোফায়েল বলেন, ‘পোশাকশিল্পের এক পার্সেন্ট ট্যাক্স সহনীয় পর্যায়ে কমিয়ে আনা অনুরোধ করছি।’ এছাড়া মুরগির খামার স্থাপনে কর অবকাশ সুবিধা দেয়ারও অনুরোধ জানান। দেশীয় শিল্পের বিকাশে পণ্য আমদানিতে শুল্ক বাড়ানোর পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘মন্ডের ওপর ডিউটি কমিয়ে, কাগজের ওপর ডিউটি বাড়িয়েছিলাম। সেজন্য এখন আমাদের কাগজ শিল্প স্বয়ংসম্পূর্ণ।’ -অর্থনৈতিক রিপোর্টার
×