ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কোন্দল নেই ভারতীয় দলে

প্রকাশিত: ০৬:৫৭, ২৮ জুন ২০১৫

কোন্দল নেই ভারতীয় দলে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ সফরে এসে সব হারিয়েছে ভারত ক্রিকেট দল। সিরিজে হার তো হয়েছেই। এখন ভারত ক্রিকেট দলেও ক্রিকেটারদের মধ্যে কোন্দলের কথাই শোনা যাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে হার এখন ভারত ক্রিকেট দলে অনেক বড় হতাশার নাম। কিন্তু সৌরভ গাঙ্গুলি কোন কোন্দল নেই বলেই জানিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সফরে এসে মাত্র একটি ওয়ানডে জিতে দেশে ফিরেছে টিম ইন্ডিয়া। টেস্টে ড্র করে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ এ হেরেছে মহেন্দ্র সিং ধোনির দল। এরপরই বাতাসে গুঞ্জন উঠে ভারতীয় দলে ক্রিকেটারদের মাঝে কোন্দল দেখা দিয়েছে। ভারতের অন্যতম সফল সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দলের এমন বিপর্যয়ের পর টিম ইন্ডিয়ার পাশে এসে দাঁড়িয়েছেন। তিনি জানান, দলের ড্রেসিং রুম আগের মতো ভাল রয়েছে। সেখানে কোন ভাঙ্গন ধরেনি। পাশাপাশি তিনি টাইগারদের প্রশংসায় ভাসিয়েছেন। সিরিজ হারের পর পরই টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে ফাটলের আভাস পাওয়া যায়। অনেক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সিদ্ধান্ত নিতে ভারতের ড্রেসিং রুম দুই গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল। বাংলাদেশের বিপক্ষে সিরিজ হেরে হতাশায় ভোগা ভারতীয় দল প্রসঙ্গে গাঙ্গুলি বলেন, আপনি ড্রেসিং রুম নিয়ে অনেক কথাই শুনতে পারবেন, যখন দলটি হেরে বসে। আমি বিশ্বাস করি টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে কোন ফাটল ধরেনি। বাংলাদেশের প্রশংসা করে ‘প্রিন্স অব কলকাতা’ বলেন, ভারতের সিরিজ হারাটা হতাশার। তবে বাংলাদেশ তাদের সেরাটা দিয়ে পারফর্ম করেছে। এজন্য তাদের সাধুবাদ জানাই। হোমসিরিজে ভারতের বিপক্ষে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট খেলেছে। তবে সিরিজ হারের পর টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম কিছুটা হতাশ হলেও দলে কোন কোন্দল নেই বলে মন্তব্য করেন গাঙ্গুলি। বাংলাদেশের কাছে হারের পরই ভারতের ক্রিকেট ড্রেসিং রুমে গরম হাওয়া নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। ধোনির ব্যক্তিগত কোচ চঞ্চল ভট্টাচার্য, বিরাট কোহলির ব্যক্তিগত কোচ রাজ কুমার শর্মা ভিন্ন ভিন্ন টিভি চ্যানেলে ভিন্ন মতামত দেন। ধোনির কোচ ভট্টাচার্য জানালেন, ভারতের ড্রেসিং রুমের অবস্থা এখন খুবই খারাপ। অনেকেই কথা শুনছে না। ড্রেসিং রুমের বিরূপ আবহাওয়ার কারণেই নাকি ধোনি খেলায় মনোযোগ দিতে পারছেন না। এতে ধোনির দুঃশ্চিন্তা অনেক বেড়ে গেছে। ধোনির কোচের এ বক্তব্য প্রচারের এক ঘণ্টা পরই বিরাট কোহলির ব্যক্তিগত কোচ রাজ কুমার শর্মা আরেক টিভি চ্যানেলে দিলেন ভিন্ন বক্তব্য। সেখানে ড্রেসিং রুমের কোন কথা নেই। তার বক্তব্যে ভারতের শোচনীয় পরাজয়ের কথা উঠে এসেছে। তিনি বলেন, ‘ভারতের ক্রিকেট ইতিহাসে এই হার সবচেয়ে লজ্জাজনক। আমি ভারত ক্রিকেটের জন্য দ্বিতীয় ম্যাচে হারের দিনটিকে ‘ব্ল্যাক সানডে’ বলতে দ্বিধা করব না।’
×