ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ যুবারা

প্রকাশিত: ০৬:৫২, ২৮ জুন ২০১৫

দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশ যুবারা

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ ক্রিকেটের একাদশ আসর। ২০০৪ সালের পর দ্বিতীয়বারের মতো এবার ছোটদের এ বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের আগেই নিজেদের ভালভাবে প্রস্তুত করার দারুণ উপলক্ষ পেয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। কারণ গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ ক্রিকেট দল বাংলাদেশ সফরে ৭ ওয়ানডে খেলে গেছে। এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে ফিরতি সিরিজ, আবারও ৭ ওয়ানডে। সে উদ্দেশ্যে শনিবার ভোরে ঢাকা ছেড়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। বর্তমানে যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ আগামী বিশ্বকাপে দলের জন্য কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন যুব দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দক্ষিণ আফ্রিকা অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। সিরিজে ৭ ম্যাচের ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। আগামী ৫ জুলাই সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকার জাতীয় দল প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। গত এপ্রিলে প্রোটিয়া যুব দল বাংলাদেশ সফর করে গেছে। সেটারই ফিরতি সিরিজ খেলতে এবার দক্ষিণ আফ্রিকা সফরে গেল বাংলাদেশের যুব ক্রিকেটাররা। তবে বাংলাদেশ সফরে একেবারেই সুবিধা করতে পারেনি প্রোটিয়া যুবারা। ৭ ম্যাচের ওয়ানডে সিরিজে গত বিশ্বকাপ জয়ীদের ৬-১ ব্যবধানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশের যুব ক্রিকেটাররা। এবার সেই সাফল্য দক্ষিণ আফ্রিকার মাটিতে ধরে রাখার চ্যালেঞ্জ। ৫ জুলাই প্রথম ওয়ানডে ডারবানের কিংসমিডে। মাঝে তাই ৭ দিন সময় পাবে যুব ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়ার। তাছাড়া মূল সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগও আছে ঝালিয়ে নেয়ার জন্য। আগামী ২ জুলাই চ্যাটসওয়ার্থ ক্রিকেট ওভাল মাঠে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ যুব ক্রিকেট দল। শনিবার দুপুরেই দক্ষিণ আফ্রিকা সফরের জন্য মিরাজের নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ যুব ক্রিকেট দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দক্ষিণ আফ্রিকার বাউন্সি উইকেটের কথা বিবেচনায় রেখে দলে ঠাঁই দেয়া হয়েছে ৪ পেসারকে। সহঅধিনায়কের দায়িত্ব পেয়েছেন নাজমুল হাসান শান্ত। দল ঘোষণার পর অধিনায়ক মিরাজ বলেন, ‘অনুশীলনে যা যা করার তা আমরা করেছি। ওখানকার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে আমরা সেভাবেই অনুশীলন করেছি। বল বাউন্স ও সুইং করে এমন একটা জায়গা নির্বাচন করে আমরা ওটার উপর অনুশীলন করেছি। আশা করি, সেখানে গিয়েও ভাল করতে পারব।’ আগামী বছর যুব বিশ্বকাপ আসর বসবে বাংলাদেশের মাটিতে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলাটাকে তাই প্রস্তুতির জন্য কার্যকর বলেই মনে করছেন মিরাজ। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন (অনুর্ধ-১৯)। ওদের বিপক্ষে ভাল খেললে সেটা বিশ্বকাপেও কাজে দেবে। বড় দলের বিপক্ষে খেলতে পারলে অভিজ্ঞতা বাড়ে।’ ৭টি ওয়ানডে হবে যথাক্রমে ৫, ৭, ১০, ১২, ১৪, ১৭ ও ১৯ জুলাই। প্রায় তিন সপ্তাহের সফর শেষে ২১ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ অনুর্ধ-১৯ দল।
×