ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আর্নল্ড শোয়ার্জেনেগারের ভুল

প্রকাশিত: ০৩:৫২, ২৮ জুন ২০১৫

আর্নল্ড শোয়ার্জেনেগারের ভুল

সংস্কৃতি ডেস্ক ॥ হলিউডের জনপ্রিয় অভিনেতা-রাজনীতিক আর্নল্ড শোয়ার্জেনেগার তার ভুল বুঝতে পেরেছেন। সম্প্রতি তিনি জানিয়েছেন তার জীবনে সব থেকে বড় ভুল হয়েছে ম্যারেজ কাউন্সিলরের কাছে। এমন ভুলের কথা স্বীকার করলেন চার সন্তানের বাবা, ‘টার্মিনেটর’খ্যাত ৬৭ বছরের অভিনেতা আর্নল্ড শোয়ার্জেনেগার। তার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, ২০১১ সালে আর্নল্ডের সঙ্গে ২৫ বছর দাম্পত্য জীবন যাপনের পর বিচ্ছেদ ঘটে মারিয়া শ্রিভারের। মিল্ড্রেড বায়েনা নামে এক হাউসকিপারের সঙ্গে সম্পর্কের ফলে তিনি পুত্রসন্তানের পিতা হন, এ কথা আর্নল্ড স্বীকার করার ফলেই এই বিচ্ছেদ-সিদ্ধান্ত নিতে হয়। আর্নল্ড চেয়েছিলেন শ্রিভারের সঙ্গে তাঁর বিয়েটাকে টিকিয়ে রাখতে। এ কারণেই ম্যারেজ কাউন্সিলরের শরণাপন্ন হোন তিনি। কিন্তু এই কাউন্সিলিং তাঁর কোন কাজেই আসেনি। মারিয়ার সঙ্গে তাঁর সম্পর্কের কোন উন্নতি তো ঘটেইনি, উল্টো শুধু শুধু সময় নষ্ট হয়েছে।
×