ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মহেশখালীতে সরকারী গাছ কেটে তৈরি হচ্ছে ট্রলার

প্রকাশিত: ০৫:৫৮, ২৭ জুন ২০১৫

মহেশখালীতে সরকারী  গাছ কেটে তৈরি  হচ্ছে ট্রলার

নিজস্ব সংবাদদাতা মহেশখালী, ২৬ জুন ॥ কক্সবাজারের মহেশখালীতে প্রশাসনের নাগের ডগায় সরকারী বনায়নের সেগুন, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিভিন্ন স্পটে অবাধে তৈরি করা হচ্ছে ফিশিং ট্রলার। বন বিভাগের লোকজনের চোখের সামনে পাহাড় থেকে সরকারী গাছ কেটে নিলেও তারা দেখেও না দেখার ভান করে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ ও বন বিভাগ মহেশখালী রেঞ্জের এক শ্রেণীর অসাধু বন কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজশে তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় এ ধরনের পরিবেশবিরোধী কর্মকা- চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। বন বিভাগের লোকজন ট্রলার প্রতি ১০/২০ হাজার টাকার বিনিময়ে তৈরি করতে দিচ্ছে বলে জানান একাধিক ট্রলারের মালিক। ফলে সরকারী বনাঞ্চল উজাড় হওয়ার পাশাপাশি একদিকে যেমন পরিবেশের বিপর্যয় ঘটতে শুরু করেছে, অপর দিকে জীববৈচিত্র চরম হুমকির মুখে পড়ছে। বনাঞ্চল উজাড় হওয়ায় বন্য প্রাণীরা লোকালয়ে আসতে শুরু করেছে। এ ব্যাপারে উপকূলীয় বন বিভাগ, চট্টগ্রামের গোরকঘাটা রেঞ্জ (ভারপ্রাপ্ত) ও বন বিভাগ মহেশখালী রেঞ্জের দায়িত্বে নিয়োজিত আনিসুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে মোবাইলের লাইন কেটে দেন।
×