ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তালতলীতে ব্যাংক কর্মকর্তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ জুন ২০১৫

তালতলীতে ব্যাংক কর্মকর্তাকে  হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৬ জুন ॥ বরগুনার তালতলী উপজেলার চরপাড়া গ্রামে পটুয়াখালী পূবালী ব্যাংক শাখার সিনিয়র অফিসার বিপ্লব চন্দ্র মিস্ত্রীকে (৩২) চাচা নিত্যরঞ্জন মিস্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে খুন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পুলিশ নিত্যরঞ্জন মিস্ত্রী, সনাক মিস্ত্রী ও সরদিনীকে গ্রেফতার করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার মৃত চিত্তরঞ্জন মিস্ত্রীর ছেলে বিপ্লব চন্দ্র মিস্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংকের ছুটিতে গ্রামের বাড়ি চরপাড়ায় আসেন। বাড়িতে চাচা নিত্যরঞ্জন মিস্ত্রীর সঙ্গে পুকুরের সীমানা নিয়ে ওই দিন সন্ধ্যায় কথা কাটাকাটি হয় বিপ্লবের। এক পর্যায় চাচা নিত্যরঞ্জন মিস্ত্রী, সনাক মিস্ত্রী ও গনপতি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে বিপ্লবকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে বরগুনা মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় চাচা নিত্যরঞ্জন মিস্ত্রী (৪৫), সনাক মিস্ত্রী (৩০), গনপতি (৩৫), পপি রানী (২৬) ও সরদিনীকে (৩৭) আসামি করে নিহত বিপ্লবের ছোট ভাই দুলাল চন্দ্র মিস্ত্রী তালতলী থানায় মামলা করে। তালতলী থানার ওসি মোঃ বাবুল আকতার জানান, এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
×