ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিপিবির সমাবেশে বোমা

হত্যা মামলার সাক্ষীকে আদালতে হুমকি মুফতি হান্নানের

প্রকাশিত: ০৭:৪২, ২৬ জুন ২০১৫

হত্যা মামলার সাক্ষীকে আদালতে হুমকি মুফতি হান্নানের

কোর্ট রিপোর্টার ॥ সিপিবির সমাবেশে বোমা হামলার ঘটনায় হত্যা মামলায় এক সাক্ষীকে আদালতে সাক্ষ্য প্রদানকালে দেখে নেয়ার হুমকি প্রদান করেছেন মামলাটির প্রধান আসামি মুফতি হান্নান। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোঃ ইমরুল কায়েসের আদালতে এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন তসলিম নামে এক সাক্ষীকে এ হুমকি দেয়া হয়। ওই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সালাহ উদ্দিন আহমেদ জানান, বৃহস্পবিার মামলাটিতে এ্যাডভোকেট শাখাওয়াত হোসেন তসলিম ২ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দিতে আসেন। তিনি আদালতে জবানবন্দী দেয়ার সময় এই হত্যাকা-ে মুফতি হান্নানসহ অন্যান্যরা জড়িত মর্মে বক্তব্য প্রদান করেন। ওই সময় মুফতি হান্নান সাক্ষী তসলিমের উদ্দেশে বলেন, আমি তোকে দেখে নেব। আদালত এ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর আগামী ২৬ জুলাই মামলাটিতে সাক্ষ্য গ্রহণের পরবতী দিন ঠিক করেছেন।
×