ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি

প্রকাশিত: ০৪:৪০, ২৬ জুন ২০১৫

কোয়ার্টার ফাইনালে ওজনিয়াকি

স্পোর্টস রিপোর্টার ॥ ডব্লিউটিএ ইস্টবোর্ন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছেন ক্যারোলিন ওজিনিয়াকি। বুধবার ড্যানিশ এই টেনিস তারকা ৬-৭ (৩/৭), ৬-৩ এবং ৬-১ গেমে পরাজিত করেন টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন সভেতলানা কুজনেটসোভাকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা ওজনিয়াকি ছাড়াও এদিন শেষ আটের টিকেট নিশ্চিত করেছেন পোল্যান্ডের এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা এবং জার্মানির আন্দ্রে পেটকোভিচ। তবে ইস্টবোর্ন টুর্নামেন্টের তৃতীয় পর্ব থেকেই বিদায় নিয়েছেন কানাডার তরুণ প্রতিভাবান টেনিস তারকা ইউজেনি বাউচার্ড। মূলত শারীরিক ফিটনেসের কারণেই প্রথম সেট হারের পর অবসর নেন তিনি। তার সঙ্গে বিদায় নিয়েছে সেøাভাকিয়ার ডোমিনিকা চিবুলকোভাও। সপ্তম বাছাই বাউচার্ড সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনসিচের কাছে আর চিবুলকোভাকে পরাজয়ের লজ্জা উপহার দেন বুলগেরিয়ার সভেতানা পিরনকোভা। ক্যারোলিন ওজনিয়াকি এবং সভেতলানা কুজনেটসোভা দুজনই ইস্টবোর্ন টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন। ২০০৪ সালে রাশিয়ান তারকা কুজনেটসোভা এই ইভেন্টে শিরোপা জিতেন। অন্যদিকে ডেনমার্কের ওজনিয়াকি এখানে চ্যাম্পিয়ন হন ২০০৯ সালে। বুধবার তাদের লড়াইটা ছিল দশমবারের মতো। লড়াইয়ের শুরুটাও হয় দারুণভাবে। কিন্তু শেষ পর্যন্ত ওজনিয়াকির কাছে পেরে উঠতে পারেননি রুশ তারকা। যে কারণে হেরেই বিদায় নিতে হয় কুজনেটসোভাকে। এর ফলে বর্তমানে তার বিপক্ষে ওজনিয়াকি এখন ৬-৪ ব্যবধানে এগিয়ে। রাশিয়ার কুজনেটসোভা তার ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জিতেছেন। আগামী সপ্তাহে শুরু উইম্বল্ডনেও নিজেকে মেলে ধরার ইচ্ছে তার। কিন্তু তার ঠিক আগে ইস্টবোর্নের এই হার কুজনেটসোভার জন্য বড় একটি ধাক্কাই। তারপরও এই পরাজয় থেকে শিক্ষা নিয়ে সতর্ক থেকেই অল ইংল্যান্ড ক্লাবে যেতে চান রুশ তারকা। অন্যদিকে ডেনমার্কের টেনিস তারকা ক্যারোলিন ওজনিয়াকির সামনে এখন দ্বিতীয়বারের মতো ইস্টবোর্ন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। তবে সে জন্য তাকে আরও তিন ম্যাচ জিততে হবে। তার সামনে কোয়ার্টার ফাইনালে এখন প্রতিপক্ষ হিসেবে থাকছেন টুর্নামেন্টের দশম বাছাই আন্দ্রে পেটকোভিচ। জার্মানির এই টেনিস তারকা এদিন ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন আমেরিকার কোকো ভেন্দেওঘেকে। আর পোল্যান্ডের টেনিস তারকা এ্যাগ্নিয়েস্কা রাদওয়ানস্কা ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন চেক প্রজাতন্ত্রের অষ্টম বাছাই ক্যারোলিনা পিসকোভাকে। তবে উইম্বল্ডন শুরুর আগে আরেকটি ধাক্কা খেল কানাডার তরুণ প্রতিভাবান খেলোয়াড় ইউজেনি বাউচার্ড। ২০১৪ সালে নজরকাড়া পারফর্মেন্সের সৌজন্যেই টেনিস বিশ্বের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন তিনি।
×