ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংগঠক মাহতাবের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

প্রকাশিত: ০৪:৩৯, ২৬ জুন ২০১৫

সংগঠক মাহতাবের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের বড় ভাই ‘আরামবাগের বাদল ভাই’ খ্যাত কাজী মাহতাব উদ্দীন আহমেদ বাদল (৬৯) বুধবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। মাহতাব বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহ-সভাপতি, মৌসুমী ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকার আরামবাগ জামে মসজিদে, দুপুরে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়াম প্রাঙ্গণে, বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসিজদে এবং বিকেলে কিউট পল্লীতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ইকবাল করিম ভূইয়া, মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ বিওএর সব সদস্য কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের বড় ভাই কাজী মাহতাব উদ্দীন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়া বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন, বাংলাদেশ হ্যান্ডবল রেফারিজ এ্যাসোসিয়েশন, বাংলাদেশ আরচারি ফেডারেশন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া ফেডারেশন মাহতাবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
×