ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দৈনন্দিন বিজ্ঞান

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৮:৩২, ২৪ জুন ২০১৫

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি

১। মানুষের কর্তন দাঁতের সংখ্যা কতটি? ক. ১০টি খ. ৮টি গ. ৬টি ঘ. ১২টি ২। দুধ দাঁতের সংখ্যা কতটি? ক. ১৬টি খ. ১৮টি গ. ২০টি ঘ. ২২টি ৩। হৃৎপি-ের কোথায় প্রথম দূষিত রক্ত আসেÑ ক. ডান অলিন্দে খ. বাম অলিন্দে গ. ডান নিলয়ে ঘ. বাম নিলয়ে ৪। লোহিত কণিকার আয়ষ্কাল কতদিন? ক. ১১০ দিন খ. ৯০ দিন গ. ১২০ দিন ঘ. ৬০ দিন ৫। মূত্রের ঝাঁঝালো গন্ধÑ ক. ফসফরাস খ. এমোনিয়া গ. সালফার ঘ. কোনটিই নয় ৬। নার্ভের বৈকল্য ও অনিয়মিত হৃদস্পন্দন হতে পারেÑ ক. পটাসিয়ামের অভাবে খ. সালফারের অভাবে গ. গ্লুকোজের অভাবে ঘ. ফসফরাসের অভাবে ৭। কার্বন ডাই অক্সাইডসমৃদ্ধ রক্ত বহন করেÑ ক. ধমনী খ. শিরা গ. উপধমনী ঘ. কোনটিই নয় ৮। মানুষের মুখগহ্বরে কতজোড়া লালাগ্রন্থি আছে? ক. ২ জোড়া খ. ৩ জোড়া গ. ৪ জোড়া ঘ. ১ জোড়া ৯। উজ্জ্বল বা দিনের আলোতে কাজ করেÑ ক. কোনস খ. রডস গ. এস্টার ঘ. কোনটিই নয় ১০। মানুষের মস্তিষ্কের ওজনÑ ক. ১.৫০ কেজি খ. ১.৩৬ কেজি গ. ১.৭৫ কেজি ঘ. ২.০ কেজি ১১। রক্তে প্রোটিনের হার শতকরা কতভাগ? ক. ৬০ ভাগ খ. ৫০ ভাগ গ. ৭০ ভাগ ঘ. ৮০ ভাগ ১২। বাতাসে সালফার ডাই-অক্সাইডের পরিমাণ বেড়ে গেলেÑ ক. এসিড বৃষ্টি হয় খ. বিজলী চমকায় গ. শিলা বৃষ্টি হয় ঘ. কালো মেঘ হয় ১৩। বসন্ত রোগের জীবাণু আবিষ্কার করেনÑ ক. সিজচিক খ. জেনার গ. ডোনাল্ড রস ঘ. উপরের কোনটিই নয় ১৪। পোলিও টিকা আবিষ্কার করেনÑ ক. জেনার খ. সিজচিক গ. জোনাস স্যাক ঘ. ডোনাল্ড বয় ১৫। শর্করার স্বল্পতার জন্য কোন রোগ হয়Ñ ক. কিটোসিস খ. কোয়াশিয়রকর গ. ম্যারাসমাস ঘ. কোনটিই নয় ১৬। রাসায়নিক গঠন অনুযায়ী শর্করাকে ভাগ করা যায়Ñ ক. ৩ ভাগে খ. ৪ ভাগে গ. ৫ ভাগে ঘ. ৬ ভাগে ১৭। পানিতে দ্রবণীয় ভিটামিনÑ ক. ভিটামিন ‘বি’ কমপ্লেক্স এবং সি খ. এ.ডি গ. ই এবং কে ঘ. ডি এবং কে ১৮। ‘অস্টিয়োম্যালেসিয়া’ রোগ হয়Ñ ক. ভিটামিন ই-এর অভাবে খ. ভিটামিন ডি-এর অভাবে গ. ভিটামিন সি-এর অভাবে ঘ. ভিটামিন বি-এর অভাবে ১৯। একজন মাঝি নৌকা চালানোর সময় প্রয়োগ করেÑ ক. নিউটনের প্রথম সূত্র খ. নিউটনের দ্বিতীয় সূত্র গ. নিউটনের তৃতীয় সূত্র ঘ. নিউটনের মহাকর্ষীয় সূত্র ২০। অভিকর্ষ হল বস্তুর উপরÑ ক. উর্ধ্বমুখী বল খ. কেন্দ্রমুখী বল গ. নিম্নমুখী বল ঘ. সবগুলো ২১। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? ক. ৭৬ সে.মি. খ. ৭.৬ সে.মি. গ. ৭৭ সে.মি. ঘ. ৭.৭ সে.মি. ২২। ক্যাথোডকে কি বলে? ক. ধনাত্মক তড়িৎদ্বার খ. নিরপেক্ষ তড়িৎদ্বার গ. ঋণাত্মক তড়িৎদ্বার ঘ. অ্যামেটার ২৩। তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধÑ ক. অল্প বৃদ্ধি পায় খ. হ্রাস পায় গ. বেশি বৃদ্ধি পায় ঘ. অপরিবর্তিত থাকে ২৪। কোন ধাতু সবচেয়ে বেশি ক্ষয়প্রাপ্ত হয়? ক. লোহা খ. তামা গ. দস্তা ঘ. সীসা ২৫। সাপের বিষে কোন যৌগ বিদ্যমান? ক. ক্যালসিয়াম খ. আয়রন সালফাইড গ. অ্যালুমিনিয়াম ঘ. জিঙ্ক সালফাইড উত্তর : ১.খ ২.গ ৩.ক ৪.গ ৫.খ ৬.ক ৭.খ ৮.খ ৯.ক ১০.খ ১১.খ ১২.ক ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯.গ ২০.খ ২১.ক ২২.গ ২৩.খ ২৪.গ ২৫.ঘ
×