ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্লগার অনন্ত হত্যা

ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর জামিন আবেদন ফের নামঞ্জুর

প্রকাশিত: ০৬:৪১, ২৪ জুন ২০১৫

ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর জামিন আবেদন ফের নামঞ্জুর

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় কারান্তরীণ ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার সকালে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে শুনানি শেষে বিচারক ফারহানা ইয়াসমিন জামিন নামঞ্জুর করেন। এর আগে গত ১৭ জুন একই আদালতে ইদ্রিছের জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করা হয়। শুনানি হলেও ইদ্রিছকে আদালতে হাজির করা হয়নি। গত ১৫ জুন সাত দিনের জিজ্ঞাসাবাদ শেষে ইদ্রিছ আলীকে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। উল্লেখ্য, গত ১২ মে সকাল সাড়ে ৮টার দিকে ব্যাংকে যাওয়ার জন্য নগরীর সুবিদবাজারের বাসা থেকে বের হন অনন্ত বিজয় দাস। এ সময় বাসার কাছেই তাকে কুপিয়ে হত্যা করে চার ঘাতক। এখনও তাদের কাউকে আটক করা যায়নি। মামলার তদন্তভার সিআইডির কাছে হস্তান্তরের পর ঢাকা থেকে এসে গত ৭ জুন রাতে ফটো সাংবাদিক ইদ্রিছ আলীকে গ্রেফতার করে তারা। ৮ জুন আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী। শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর পর ওইদিনই তাকে ঢাকায় সিআইডির সদর দফতরে নিয়ে যাওয়া হয়।
×