ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফিন্যান্স ও ব্যাংকিং

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:৩১, ২৩ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. স্বল্পমেয়াদি তহবিলের অপ্রাতিষ্ঠানিক উৎস হলো- র বাণিজ্যিক পত্র রর প্রদেয় বিল ররর ক্ষুদ্র ঋণ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ২. অর্থায়নে ঝুঁকির ধারণা বিশ্লেষণ করলে পাওয়া যায়- র মুনাফা বৃদ্ধির সাথে সাথে ঝুঁকি বৃদ্ধি পায় রর মুনাফা হ্রাসের সাথে সাথে ঝুঁকি হ্রাস পায় ররর মুনাফা ও ঝুঁকির মধ্যে বিপরীত সম্পর্ক বিদ্যমান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩. চলতি আমানতের ক্ষেত্রে- র. সুদ আছে রর. সুদ নেই ররর. বিভিন্ন ধরনের সেবা পাওয়া যায় নিচের কোনটি সঠিক? ক) রখ) রর ও রররগ) ররঘ) ররর ৪. সুদ-আসলের ওপর যে সুদ প্রদান করা হয় তাকে কী বলে? ক) আসল সুদখ) মূল সুদগ) সরল সুদঘ) চক্রবৃদ্ধি সুদ ৫. বাজারে সুদের হার শতকরা ১০ ভাগ হলে এখনকার ১০০.০০ টাকার ২ বছর পরের ভবিষ্যৎ মূল্য কত হবে? ক) ১১০.০০ টাকাখ) ১২১.০০ টাকা গ) ১৩০.০০ টাকাঘ) ১৪৭.০০ টাকা ৬. নগদ প্রবাহের সঠিক প্রাক্কলন নির্ভর করে- র. পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে বিক্রয়মূল্যের ওপর রর. পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে ক্রয়মূল্যের ওপর ররর. কতগুলো পণ্য বিক্রয় হবে তার ওপর নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৭. কোনটি অংশীদারি ব্যবসায়ের মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ তহবিলের উৎস? ক) ব্যাংক ঋণ গ্রহণ খ) লভ্যাংশ সমতাকরণ তহলিব গ) অংশীদারের অর্জিত মুনাফা ঘ) অংশীদারদের বিনিয়োগকৃত অর্থ ৮. বাংলাদেশ ব্যাংক কী দ্বারা নিয়ন্ত্রিত হয়? ক) ব্যবস্থাপনা কমিটিখ) মন্ত্রিপরিষদ গ) পরিচালনা পর্ষদঘ) পরিচালকদের মাধ্যমে ৯. কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলির মধ্যে রয়েছে- র. সাধারণ� কার্যাবলি ও সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলি রর. অন্যান্য ব্যাংকের ব্যাংক হিসেবে কার্যাবলি ররর. উন্নয়নমূলক কার্যাবলি ও অন্যান্য কার্যাবলি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ১০. ট্রেজারি বিল কেন ঝুকিমুক্ত? ক) প্রাপ্ত আয় নিশ্চিত থাকে বলে খ) প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে গ) প্রাপ্ত আয় বেশি হয় বলে ঘ) সবগুলোই ১১. ঋণদানের ক্ষেত্রে গ্রাহকের নামে ঋণ হিসাব খুলে ব্যাংক ঐ হিসাবে ঋণের টাকা স্থানান্তর করে। ফলে ঋণ থেকে কী সৃষ্টি হয়? ক) সম্পত্তির খ) দায়ের গ) আমানতের ঘ) মূলধনের ১২. কোন অবস্থায় বিনিয়োগের বাজার মূল্য কমে? ক) সুদের হার বাড়লে খ) সুদের হার কমলে গ) সুদের হার অপরিবর্তিত থাকলে ঘ) সুদের হার ওঠা-নামা করলে ১৩. নিচের কোনটি ঝুঁকিমুক্ত আয়ের উদাহরণ? ক) শেয়ার হতে প্রাপ্ত আয় খ) ব্যবসায় হতে প্রাপ্ত আয় গ) লগ্নি হতে প্রাপ্ত আয় ঘ) ট্রেজারি বন্ড হতে প্রাপ্ত আয়
×