ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিকাশে কেনাকাটায় ২০% ক্যাশ ব্যাক

প্রকাশিত: ০৭:২৮, ২৩ জুন ২০১৫

বিকাশে কেনাকাটায় ২০% ক্যাশ ব্যাক

আসন্ন ঈদ-উল-ফিতর উদযাপনের অংশ হিসেবে বিকাশের গ্রাহকরা দেশজুড়ে ৩৮১টি আউটলেট বিকাশ দিয়ে কেনাকাটায় মূল্য পরিশোধে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ক্যাশ ব্যাক পাবেন। এই অফারে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর মধ্যে আড়ং, ইয়েলো,লেটো, ফখরুদ্দিন বিরিয়ানি এবং স্বপ্ন উল্লেখযোগ্য। ১ রমজান থেকে শুরু হওয়া এই অফারটি চলবে ঈদ-উল-ফিতরের দিন পর্যন্ত। গ্রাক পেমেন্ট করার পরবর্তী কর্ম দিবসে তার বিকাশ এ্যাকাউন্টে ক্যাশ ব্যাক এ্যামাউন্ট জমা হবে। এক্ষেত্রে কোন সার্ভিস চার্জ আরোপ হবে না। বিকাশের মাধ্যমে পেমেন্ট ক্রমশ: জনপ্রিয় পাচ্ছে। ৫,০০০-এর বেশি প্রতিষ্ঠানে এখন বিকাশ দিয়ে পেমেন্ট করা যাচ্ছে। বিকাশ গ্রাহকরা হাসপাতালের চিকিৎসা বিল, সুপার শপে কেনাকাটা, ট্যাক্সি ভাড়া প্রদান প্লেনের টিকেট ক্রয়সহ অনেক কিছুই করতে পারছেন বিকাশ দিয়ে। Ñ বিজ্ঞপ্তি রমজানে গুগলের বিশেষ সেবা সারাবিশ্বের মুসলমানদের পবিত্র রমজান মাস উপলক্ষে টেক জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল বিশেষ সেবা হিসেবে রমজান নিয়ে ওয়েবসাইট এবং এ্যাপ সেকশন নিয়ে এসেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, রমজান উপলক্ষে গুগল চালু করেছে ‘মাই রামাদান কম্পেনিয়ন’ নামক নতুন একটি ওয়েবসাইট। এ ছাড়া এ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য গুগল পে-স্টোরে খোলা হয়েছে রমজানের বিভিন্ন এ্যাপ নিয়ে একটি বিশেষ সেকশন, যেখানে রমজানের বিভিন্ন এ্যাপ মিলবে। ‘মাই রামাদান কম্পেনিয়ন’ ওয়েবসাইটটিতে অঞ্চলভিত্তিক তথ্য রয়েছে। যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের তথ্য, আশপাশের কোথায় চ্যারিটি ইফতারের আয়োজন করা হচ্ছে সে তথ্য, হালাল রেস্তরাঁ কোথায় রয়েছে এবং আশপাশের রাস্তার অবস্থা, বিভিন্ন রেসিপি প্রভৃতি। এ ছাড়া রমজানের জন্য প্রয়োজনীয় ইউটিউবের ভিডিওগুলোও যুক্ত করা হয়েছে সাইটটিতে। যেমন- ইসলামসংক্রান্ত বিভিন্ন ভিডিও, রোজার সময় স্বাস্থ্য সম্পর্কিত টিপসের ভিডিও প্রভৃতি। -অর্থনৈতিক রিপোর্টার
×