ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

৬৬ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ

প্রকাশিত: ০৩:৪৭, ২৩ জুন ২০১৫

৬৬ বছরে বাংলাদেশ আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগ বাংলার মানুষের অধিকার আদায়ের একমাত্র নির্ভরযোগ্য রাজনৈতিক সংগঠন। ১৯৪৯ সালের ২৩ জুন প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলটি মানুষের পাশে দাঁড়িয়েছে। মানুষের স্বপ্ন, দাবি আর অধিকারকে পূর্ণতা দিয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামের সফল নেতৃত্ব দিয়ে এ দলটি তার অপরিহার্যতা প্রমাণ করেছে। প্রতিষ্ঠার সময় এ দলের সভাপতি ছিলেন মওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ ৬৬ বছর পার করে এ দলটি এখনও গণমানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক হয়ে আছে, যা এই উপমহাদেশের অনন্য নজির। মূলত বঙ্গবন্ধুর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ বাংলার মানুষের প্রাণের দল হয়ে উঠেছে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব নিয়ে প্রমাণ করেছেন তিনি যোগ্য পিতার যোগ্য কন্যা। ডাঃ পরিতোষ কর মুক্তাগাছা, ময়মনসিংহ
×