ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বরিশালে মামাকে হত্যার দায়ে ভাগ্নের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:৪৭, ২২ জুন ২০১৫

বরিশালে মামাকে হত্যার দায়ে ভাগ্নের  মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে মামাকে হত্যা করায় রবিবার দুপুরে ভাগ্নেকে মৃত্যুদ-ের রায় ঘোষণা করেছেন বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক। একই সঙ্গে দ-প্রাপ্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দ-প্রাপ্ত সম্রাট হাওলাদার (২৬) জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি এলাকার ওফাজ উদ্দিন হাওলাদারের পুত্র। সম্প্রতি ওই মামলায় জামিনে বেরিয়ে বর্তমানে সে পলাতক রয়েছে। মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের পিপি এ্যাডভোকেট গিয়াস উদ্দিন কাবুল জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে ২০০৮ সালের ৮ মে সকালে বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর এলাকার বাসিন্দা হাবিবুর রহমান মোল্লাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে তার বোনের ছেলে সম্রাট হাওলাদার। ওইদিন রাতে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাবিবুর রহমান মৃত্যুবরণ করেন।
×