ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু

প্রকাশিত: ০৪:৩২, ২২ জুন ২০১৫

৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট  বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতর উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের আগামী ৯ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু করে, চলবে ১৩ জুলাই পর্যন্ত। এছাড়া জুলাইর ১৬ তারিখ থেকে পাওয়া যাবে ফিরতি টিকেট। সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত টিকেট বিক্রি চলবে। রবিবার বিকেলে রাজধানীর রেল ভবনের যমুনা সভাকক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী মুজিবুল হক। মন্ত্রী বলেন, ৯ জুলাই পাওয়া যাবে ১৩ জুলাইয়ের টিকেট, ১০ জুলাই ১৪ জুলাইয়ের, ১১ জুলাই ১৫ জুলাইয়ের, ১২ জুলাই ১৬ জুলাইয়ের এবং ১৩ তারিখে ১৭ জুলাইয়ের টিকেট দেয়া হবে। এছাড়া ফিরতি টিকেট বিক্রি হবে ১৬ জুলাই থেকে। পূর্ব ও পশ্চিমাঞ্চলে বিক্রি হবে ফিরতি টিকেট। ওইদিন বিক্রি হবে ২০ জুলাইয়ের টিকেট, ১৭ জুলাই ২১ জুলাইয়ের, ১৮ জুলাই ২২ জুলাইয়ের, ১৯ জুলাই ২৩ জুলাইয়ের, ২০ জুলাই ২৪ জুলাইয়ের ফিরতি অগ্রিম টিকেট বিক্রি হবে। ট্রেনের টিকেটের বিষয়ে রেলমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও কালোবাজারী প্রতিরোধে একজন যাত্রীকে সর্বোচ্চ চারটি টিকেট দেয়া হবে।
×